scorecardresearch
 

IPL 2025: 'ঘরের ছেলের' উপরেই ভরসা রাখছে RCB! ফের ক্যাপ্টেন হতে পারেন বিরাট?

ফের IPL-এ দেখা যেতে পারে ক্যাপ্টেন বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে এ মরসুমে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিরাট এ দায়িত্ব নিতে রাজি হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

Advertisement

ফের IPL-এ দেখা যেতে পারে ক্যাপ্টেন বিরাট কোহলিকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্যাপ্টেন হিসেবে এ মরসুমে তাঁকে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিরাট এ দায়িত্ব নিতে রাজি হবেন কিনা তা এখনও স্পষ্ট নয়। 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ট্রফির খরা কাটাতে মেগা নিলামে দল ঢেলে সাজাতে চাইছে আরসিবি। গত তিন মরশুমের অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিকে হয়ত বয়সের কারণে আর রিটেন করা হবে না। নিলামের আগে আরসিবি কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল শুভমান গিলের সঙ্গে। তাঁকে নিলামে কিনে নিয়ে অধিনায়কত্ব তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু শেষমেশ গিল গুজরাত টাইটান্স ছাড়তে চাইছেন না বলেই খবর। সেক্ষেত্রে আরসিবি তাঁকে পাচ্ছে না। 

ক্যাপ্টেন হিসেবে গিলকেই সবচেয়ে বেশি পছন্দ ছিল আরসিবি-র। তবে তিনি যদি আসতে না চান সেক্ষেত্রে 'ঘরের ছেলে' বিরাটকেই এই দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হতে পারে বলে সূত্রের খবর। গিল ছাড়াও ক্যাপ্টেন হিসেবে আরও কয়েকজন ক্রিকেটার রয়েছে আরসিবি-র পছন্দের তালিকায়। তবে সেক্ষেত্রে নিলামে তাদের কাউকে পাওয়া যাবে কিনা সেটা এখনও স্পষ্ট নয়। শেষ অবধি পছন্দের কাউকে পাওয়া না গেলে বিরাটকেই দায়িত্ব দেওয়া হতে পারে। 

আরও পড়ুন

২০২১ পর্যন্ত বিরাট আরসিবি-র ক্যাপ্টেন্সি করলেও তারপর তিনি সেই জায়গা থেকে অব্যহতি নেন। তবে তাতেও পরের তিন বছর আরসিবি-র কোনও উন্নতি হয়নি। ট্রফি জয় অধরাই থেকে গিয়েছে বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চেইজির। ম্যানেজমেন্ট মনে করছে, ২০২১ সালের আগে বিরাটের উপর অনেক চাপ ছিল। শুধু আরসিবি নয়, তখন ভারতের দলের অধিনায়কও ছিলেন তিনি। নিয়মিত খেলতেন তিন ফরম্যাটে। কিন্তু এখন তিনি অনেকটাই চাপমুক্ত। কোনও ফরম্যাটেই আর ভারতের অধিনায়ক নন বিরাট। টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকেও অবসর নিয়ে নিয়েছেন। ফলে নতুন করে আরসিবির অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হলে তিনি রাজি হলেও হয়ে যেতে পারেন। তবে সবটাই নির্ভর করছে নিলামে আরসিবি তেমন কাউকে তুলে নিতে পারছে কিনা, সেটার উপর। ফলে মেগা নিলামের আগে এ ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। 

Advertisement

Advertisement