scorecardresearch
 

IPL 2022 Final CSK vs GT: CSK vs GT ফাইনালে রিজার্ভ ডে, আজ ম্যাচ না হলে কী হবে?

আইপিএল-এর ফাইনাল ম্যাচে বৃষ্টি হচ্ছে। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি আহমেদাবাদে। 

Advertisement
আহমেদাবাদে বৃষ্টি আহমেদাবাদে বৃষ্টি

আইপিএল-এর ফাইনাল (IPL Final 2023) ম্যাচে বৃষ্টি হচ্ছে। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি আহমেদাবাদে (Ahmedabad)। অপেক্ষায় মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ারা। 


ম্যাচ পন্ড হলে কী হবে?
বৃষ্টির জন্য ম্যাচ পন্ড হলে রিজার্ভ ডেতে ম্যাচ হতে পারে। অর্থাৎ আগামীকাল ম্যাচ হতে পারে। এবার প্রশ্ন হল, আজ কত সময় অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা? রাত সাড়ে ন’টা অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা। সাড়ে ন’টাতেও খেলা শুরু করা গেলেও ২০ ওভারের ম্যাচই হবে। এর পরেও বৃষ্টি না থামলে ওভার কমবে। গভীর রাতেও ম্যাচ চলতে পারে। শেষ অবধি ১ ওভার হলেও খেলা হবে। বৃষ্টি যদি থেমেও যায় মাঠ শোকাতে হবে। সেটাও আর একটা চিন্তা। তবে আজ খেলা না হলেও সোমবার ম্যাচ হবে।

আইপিএল-এর ফাইনাল (IPL Final 2023) ম্যাচে বৃষ্টি হচ্ছে। সাড়ে সাতটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি থামেনি আহমেদাবাদে (Ahmedabad)। অপেক্ষায় মহেন্দ্র সিং ধোনি ও হার্দিক পান্ডিয়ারা। 
 

ম্যাচ পন্ড হলে কী হবে?
বৃষ্টির জন্য ম্যাচ পন্ড হলে রিজার্ভ ডেতে ম্যাচ হতে পারে। অর্থাৎ আগামীকাল ম্যাচ হতে পারে। এবার প্রশ্ন হল, আজ কত সময় অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা? রাত সাড়ে ন’টা অবধি অপেক্ষা করবেন আম্পায়াররা। সাড়ে ন’টাতেও খেলা শুরু করা গেলেও ২০ ওভারের ম্যাচই হবে। এর পরেও বৃষ্টি না থামলে ওভার কমবে। গভীর রাতেও ম্যাচ চলতে পারে। শেষ অবধি ১ ওভার হলেও খেলা হবে। বৃষ্টি যদি থেমেও যায় মাঠ শোকাতে হবে। সেটাও আর একটা চিন্তা। তবে আজ খেলা না হলেও সোমবার ম্যাচ হবে।
 
 ম্যাচ না হলে কারা চ্যাম্পিয়ন হবে?
এবারের নিয়ম অনুসারে, কোনওভাবে ম্যাচে একটাও বল না হলে, লিগ পর্বে যারা এগিয়ে ছিল তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। সেদিক থেকে দেখতে গেলে আবারও চ্যাম্পিয়ন হবে গুজরাত টাইটান্স। কারণ লিগ পর্বে ১০টি ম্যাচ জিতে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার দল। অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্বের খেলা শেষ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৮ ম্যাচে ৮টি জয় সহ মোট ১৭ পয়েন্ট ছিল চেন্নাইয়ের ঝুলিতে।

Advertisement


আবহাওয়া পূর্বাভাস কী বলছে?
অ্যাকুওয়েদারের (Accuweather)-এর দেওয়া পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা ছিল। আকাশ মেঘলাও থাকবে। সঙ্গে ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও দিতে পারে বলে মনে করা হচ্ছে। অল্প বৃষ্টি হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। ফলে শিশির পড়ার সমস্যা থাকবে না। বল স্যুইং করতে পারে।

 

 
 

Advertisement