ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premiere League) আইপিএল (IPL) ২০১২ সেশনের রাজস্থান রয়্যালস (rajasthan royals) নিজেদের শক্ত গ্রিপ ধরে নিয়েছে। এর মধ্যে প্লে-অফের দোরগোরায় দাঁড়িয়ে রয়েছে রাজস্থান। শনিবার ম্যাচে পাঞ্জাব কিংস (punjab kings)-এর বিরুদ্ধে ৬ উইকেটে জয় হাসিল করে নিয়েছে। ম্যাচ অত্যন্ত রোমাঞ্চকর ছিল। এমন ঘটনা দেখতে পাওয়া যায় যখন ব্যাটসম্যান তিনটি স্টাম্প ছেড়ে খেলতে শুরু করে দেয়। এতে বিরক্ত হয়ে বোলার আম্পায়ারের কাছে অভিযোগ জানান যে এভাবে হলে তিনি বল করতে পারবেন না। এই ঘটনা পঞ্জাবের ব্যাটিংয়ের সময় হয়।
ম্যাচের ১৯ তম ওভারে হল পুরো ড্রামা (Match drama)
আসলে পঞ্জাবের ইনিংস ১৯তম ওভারে ছিল। তখন রাজস্থানের দ্রুতগতির বোলার প্রসিদ্ধ কৃষ্ণা(Prasidh krishna) বল করছিলেন। তিনিই এই অদ্ভুত ঘটনা ঘটিয়েছেন। স্ট্রাইক এ এ সময় উপস্থিত ইংরেজ ব্যাটার লিয়াম লিভিংস্টোন(English Batter Liam Livingstone)। অফ স্টাম্প থেকে এগিয়ে এসে খেলতে শুরু করেন। অর্থাৎ পিছনে তিনটি পরিস্কার স্টাম্প দেখা যাচ্ছিল। যা পছন্দ হয়নি প্রসিদ্ধের। তিনি অভিযোগ জানান আম্পায়ারের কাছে। আম্পায়ার এই দাবি শুনে অবাক। যদিও তাতে কোনও কাজ হয়নি। আম্পায়ার উল্টো প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ম বুঝিয়ে আবার বোলিং করতে পাঠান।
ওভারের ড্রামা এখানেই শেষ হয়নি
আম্পায়ার অফস্ট্যাম্পের অনেক আগে পড়া বল ওয়াইড দেননি। এতে লিভিংস্টোন অবাক হয়ে যান। তখন ওভারে একটি ৬ এবং একটা চার মেরে ফেলেছিলেন। মনে করা হচ্ছিল যে কৃষ্ণার বিরুদ্ধে সম্পূর্ণরূপে নির্দয় ছিলেন তিনি। যদিও পঞ্চম বলে লিয়াম আরও একবার স্টাম্প ছেড়ে ব্যাটিং করেন, কিন্তু এইবার কৃষ্ণা স্টাম্প উড়িয়ে দেন। ওই ওভারে মোট ১৫ রান আসে।
রাজস্থান টিম ৬ উইকেটে ম্যাচ যেতে
পঞ্জাব কিংস জিতে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৮৯ রান করেন। ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো(Johny Bairstow) ৪০ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। যেখানে জিতেশ শর্মা (Jitesh Sharma) ১৮ বলে ৩২ রান করেন। জবাবে রাজস্থান টিম ৪ উইকেটে ১৯০ রান বানিয়ে ম্যাচ জিতে নেন। যশস্বী জসওয়াল (Yashaswi Jaiswal) ৪১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন।