scorecardresearch
 

MI vs DC- IPL 2021 : গুরুত্বপূর্ণ ম্যাচে হার মুম্বইয়ের, ছক্কা মেরে DC-কে জেতালেন অশ্বিন

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান তুলল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে পাঠায় মুম্বইকে।

Advertisement
ছবি সৌজন্যে - IndianPremierLeagueটুইটার ছবি সৌজন্যে - IndianPremierLeagueটুইটার
হাইলাইটস
  • টসে জিতে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে পাঠায় মুম্বইকে
  • মুম্বইয়ের হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা
  • ২০ ওভারে ১২৯ রান তোলে মুম্বই

দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রান তুলল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। এদিন টসে জিতে দিল্লি ক্যাপিটালস ব্যাট করতে পাঠায় মুম্বইকে। তবে সেই রান তুলে দেয় দিল্লি ক্যাপিটালস। ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় দিল্লি। ২০ তম ওভারের প্রথম বলেই ছক্কা মারেন অশ্বিন। 

মুম্বইয়ের প্রথম একাদশ : রোহিত শর্মা (ক্যাপ্টেন), কুইন্টন ডি'কক (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, সৌরভ তিওয়ারি, হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড, ক্রুণাল পান্ডিয়া, ন্যাথন কুল্টার-নাইল, জয়ন্ত যাদব, জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্ট।

আরও পড়ুন : মলদ্বীপে সোনার খোঁজ? স্কুবা ডাইভিংয়েও বর্শা ছুঁড়লেন নীরজ-ভাইরাল Video

দিল্লির প্রথম একাদশ: পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্ত (ক্যাপ্টেন ও উইকেটকিপার), স্টিভ স্মিথ, শিমরন হেতমায়ের, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া ও আবেশ খান।

মুম্বইয়ের হয়ে ইনিংস শুরু করেন রোহিত শর্মা। ১০ বলে ৭ রান করে আউট হন তিনি। ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান সংগ্রহ করে। ১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটের বিনিময়ে ৬৬ রান তোলে। তবে ভালো ব্যাট করেন সূর্যকুমার। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৩ রান করেন তিনি। ১৭ ওভার শেষে মুম্বই ৫ উইকেটের বিনিময়ে ১০০ রান পেরোতে সক্ষম হয়। মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৯ রান তোলে। ইনিংসের শেষ বলে ছয় মারেন ক্রুণাল। 

Advertisement

আরও : 'ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ক্ষতি PCB-র', বলছেন এথারটন

এদিকে ১৩০ রান তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেন করতে নামেন শিখর ধাওয়ান ও পৃথ্বী শ। দ্বিতীয় ওভারে জয়ন্ত যাদবের শেষ বলে রান-আউট হন শিখর ধাওয়ান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৫২ রানে ৩ উইকেট হারিয়েছে দিল্লি। জয়ের জন্য শেষ ওভারে দিল্লি ক্যাপিটালসের দরকার ছিল ৪ রান। ক্রুণাল পান্ডিয়ার প্রথম বলেই ছক্কা মারেন রবিচন্দ্রন অশ্বিন। এরই সঙ্গে ৪ উইকেটে ম্যাচ জেতে তারা। ব্যাট হাতে রবিচন্দ্রন ২১ বলে ২০ রান করেন। তিনি নট আউট থাকেন। শেষ ৫ ওভারে দিল্লির দরকার ৩০ রান। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। তিনি ৩৩ বলে ৩৩ রান করে নট-আউট থেকে যান। 

মুম্বইয়ের হয়ে ক্রুণাল, ন্যাথান ও ট্রেন্ট একটি করে  উইকেট নেন। অন্যদিকে দিল্লির হয়ে আবেশ খান ও অক্ষর প্যাটেল ৩টে করে উইকেট সংগ্রহ করেন। 

Advertisement