IPL Mega Auction 2025 Mohammed Shami: পঞ্জাবের বিরুদ্ধে 'ব্যর্থ' শামি, IPL নিলামের আগে চাপ বাড়ল তারকা পেসারের?

আইপিএল-এর নিলামের আগেরদিন চাপ ফেলতে ব্যর্থ মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে দেখা গেল না সেই ম্যাজিক। রাজকোটে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র একটা উইকেটেই পেলেন তারকা পেস বোলার। চোটের কারণে এক বছর মাঠের বাইরে থাকলেও বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ বল করেছিলেন শামি। তবে টি২০ ফরম্যাটে তাঁর সেই ঝলক দেখা গেল না।

Advertisement
পঞ্জাবের বিরুদ্ধে 'ব্যর্থ' শামি, IPL নিলামের আগে চাপ বাড়ল তারকা পেসারের?Mohammed Shami

আইপিএল-এর নিলামের আগেরদিন চাপ ফেলতে ব্যর্থ মহম্মদ শামি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে পঞ্জাবের বিরুদ্ধে দেখা গেল না সেই ম্যাজিক। রাজকোটে অনুষ্ঠিত এই ম্যাচে মাত্র একটা উইকেটেই পেলেন তারকা পেস বোলার। চোটের কারণে এক বছর মাঠের বাইরে থাকলেও বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে দারুণ বল করেছিলেন শামি। তবে টি২০ ফরম্যাটে তাঁর সেই ঝলক দেখা গেল না।

শনিবারের ম্যাচে চার ওভার বল করে দিলেন ৪৬ রান। পেলেন মাত্র একটাই উইকেট। তবে আরও একটা রান আউট করেছেন শামি। নেহাল ওয়াদিয়ার উইকেট নেন তিনি। করণ লালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পঞ্জাবের ব্যাটার। এর আগেই যদিও আনমোলপ্রীত সিং-কে রান আউট করেছেন এই তারকা বোলার।  ১৯ ওভার ৪ বল খেলে সব উইকেট হারিয়ে বাংলার সামনে ১৮০ রানের লক্ষ্য রাখে পঞ্জাব। শামির পাশাপাশি কনিষ্ক শেঠ, শাহবাজ আহমেদ, প্রদিপ্ত প্রামাণিক, একটি করে উইকেট নেন। দু'টি উইকেট নিয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। আর তিনটি উইকেট করণ লালের। 

আইপিএল-এর নিলামের আগে সকলেরই চোখ ছিল শামির দিকে। তিনি কীভাবে ফেরত আসেন সেটাই দেখার ছিল ক্রিকেট অনুরাগীদের। তবে তিনি হতাশ করলেন। যদিও শামির আইপিএল রেকর্ড বেশ ভাল। ১১০ ম্যাচে ১২৭টি উইকেট নিয়েছেন তিনি। ২০২৩ মরসুমে তিনি সেরা ছন্দে ছিলেন। ১৭ ম্যাচে ২৮টি উইকেট তুলে নিয়েছিলেন তিনি। কিন্তু ২০২৪-এর মরসুমে খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর চোটের কবলে পড়েন শামি। এরপর অস্ত্রোপচার হয় তাঁর। 

২০২৪ সালের নভেম্বর মাস অবধি একটাও ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর রঞ্জি ম্যাচে ফেরেন তিনি। সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম ম্যাচে ব্যর্থ হলেও, আইপিএল শুরুর আগে যথেষ্ট সময় রয়েছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট পাওয়া শামি এই মরসুমের আগেই ফিট হয়ে দারুণভাবে ফেরত আসবেন বলে আশাবাদী শামির ফ্যানরা।               

Advertisement

POST A COMMENT
Advertisement