বৃহস্পতিবার বিকেল পাঁচটায় প্রকাশিত হতে পারে এবারের আইপিএল-এর সূচি। এমনটাই সূত্রের খবর। পাশাপাশি জানা যাচ্ছে, আইপিএলে প্রথম ম্যাচটি মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)) এর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং বিরাট কোহলির (Virat Kohli) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মধ্যে হতে পারে। সংবাদ সংস্থা আইএএনএস-এর রিপোর্ট অনুযায়ী, আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলবে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে। এই ম্যাচটি ২২ মার্চ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
প্রথমে ১৫ দিনের সূচি প্রকাশ করা হতে পারে বলেই বোর্ড সূত্রের খবর। তবে ২২ মার্চ থেকেই যে এবারের আইপিএল শুরু হতে চলেছে তা আগেই জানিয়ে দিয়েছেন আইপিএল সভাপতি অরুণ ধুমাল। পাশাপাশি তিনি এও জানিয়ে দিয়েছেন দুই দফায় আইপিএল-এর সময়সূচি প্রকাশ করা হবে। কারণ এই বছরেই ভারতে লোকসভা নির্বাচন রয়েছে। ফলে আগে থেকে সূচি ঘোষণা করে দিলে পরে সমস্যা হতে পারে। কারণ, সেক্ষেত্রে নিরাপত্তা নিয়ে বড় সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণেই তাড়াহুড়ো করতে নারাজ বোর্ড। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরেই পরের পর্বের সূচি জানাবে বোর্ড।
আইপিএল ২০২৪ ফাইনাল ২৬ মে
তবে, ধুমাল আইপিএলের সময়সূচি সম্পর্কে বেশ কয়েকবার আপডেট দিয়েছেন। তিনি এর আগেও বলেছিলেন যে তিনি সরকারের সঙ্গে তাঁরা সবসময় যোগাযোগ রাখছেন। তিনি বলেছিলেন, নির্বাচনের তারিখ ঠিক হয়ে গেলে সেই অনুযায়ী ম্যাচগুলো আয়োজন করা হবে। ধুমাল এর আগে আইপিএলের তারিখ ঘোষণা করেছিলে তারপরে তিনি বলেছিলেন যে ২২ মার্চ থেকে আইপিএল শুরু হবে এবং ফাইনাল ম্যাচটি ২৬ মে অনুষ্ঠিত হবে।
আইপিএল ২০২৪-এ ৭৪টি ম্যাচ হবে
রিপোর্ট অনুযায়ী, আইপিএল ২০২৪ গতবারের মতোই হবে। এই টুর্নামেন্টে ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, তবে গত বছর ৬০ দিনের পরিবর্তে এবারের টুর্নামেন্ট ৬৭ দিন ধরে অনুষ্ঠিত হবে। সাধারণ নির্বাচনের কারণে আইপিএলের সময়সূচি এক সপ্তাহ বাড়ানো হয়েছে। ২০১৯ সালে দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়ও একই পদ্ধতি অবলম্বন করা হয়েছিল। আইপিএলের সময়সূচি সেবারও দুটি ভাগে প্রকাশ করা হয়েছিল।