scorecardresearch
 

East Bengal VS Mohun Bagan: সুপার কাপের পরেই ISL-এর ডার্বি? অধীর আগ্রহে সমর্থকরা

সুপার কাপ (Super Cup 2024) শেষ হওয়ার পরেই হবে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ডার্বি (Kolkata Derby)। এমনটাই সূত্রের খবর। আইএসএল-এর অনেক ম্যাচ হয়ে গেলেও এখনও দুই ডার্বির (East Bengal VS Mohun Bagan Super Giant) একটাও খেলা হয়নি। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ডার্বির জন্য। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে ডার্বির প্রথম লেগ।

Advertisement
হাইলাইটস
  • আইএসএল-এ ডার্বি এখনও হয়নি
  • সুপার কাপের পরেই হতে পারে বড় ম্যাচ

সুপার কাপ (Super Cup 2024) শেষ হওয়ার পরেই হবে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) ডার্বি (Kolkata Derby)। এমনটাই সূত্রের খবর। আইএসএল-এর অনেক ম্যাচ হয়ে গেলেও এখনও দুই ডার্বির (East Bengal VS Mohun Bagan Super Giant) একটাও খেলা হয়নি। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ডার্বির জন্য। শোনা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অনুষ্ঠিত হতে পারে ডার্বির প্রথম লেগ।

কেন এত দেরিতে ডার্বি?
উৎসবের মরশুমে নিরাপত্তার কারণে অক্টোবরের শেষে হওয়ার কথা থাকলেও, স্থগিত হয় ডার্বি। এছাড়া এফসি গোয়া ও হায়দরাবাদ ম্যাচও অনুষ্ঠিত হয়নি। সূত্রের খবর, এই দুই ম্যাচ দিয়েই আইএসএলের দ্বিতীয় পর্ব শুরু হতে পারে। সেই সময় এএফসি এশিয়ান কাপের ম্যাচও শেষ হয়ে যাবে ফলে মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল দুই দলই পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমে পড়তে পারবে। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিতে পারে এফএসডিএল। পাশাপাশি ২৮ জানুয়ারি সুপার কাপ শেষ হয়ে যাওয়ায়, পরপর ম্যাচ খেলার ধকলও সইতে হবে না দুই দলকে।  

ডুরান্ডে দুইবার মুখোমুখি হয়েছে মোহনবাগান-ইস্টবেঙ্গল
চলতি মরশুমে এখনও পর্যন্ত দু'টি ডার্বি অনুষ্ঠিত হয়েছে। ডুরান্ড কাপে গ্রুপ লিগে কামিন্সদের হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। সেই ম্যাচে একমাত্র গোল করেন নন্দকুমার। ফাইনালে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে মধুর প্রতিশোধ নেয় জুয়ান ফেরান্দোর দল। সেই ম্যাচে গোল করে সবুজ-মেরুনকে জেতান দিমিত্রি পেত্রাতোস। 

আরও পড়ুন

সুপার কাপের ডার্বি কবে?
আগামী বছরের ১৯ জানুয়ারি সুপার কাপের গ্রুপ পর্বের ম্যাচে মরসুমের তৃতীয় মহারণে মুখোমুখি হবে দুই দল। যদিও কলকাতায় হবে না সেই ম্যাচ। ভুবনেশ্বরে হবে ডার্বি। তবে সেই ম্যাচে পূর্ণশক্তির দল পাবে না কোনও ক্লাবই। কারণ ওই সময় এফসি এশিয়ান কাপে খেলবেন সুনীল ছেত্রীরা। ফলে জাতীয় দলের ফুটবলারদের ছাড়াই হবে বড় ম্যাচ। কিন্তু আইএসএলের ডার্বিতে সেই সমস্যা থাকবে না। 

Advertisement

Advertisement