scorecardresearch
 

East Bengal: হায়দরাবাদ ম্যাচের আগে প্র্যাকটিসে নেই সিভেরিও, চিন্তা বাড়ল ইস্টবেঙ্গলের

জামদেশপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে ড্র করার পর শনিবার হায়দরাবাদ এফসি-র (East Bengal vs Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। গত ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও জালে বল ঢোকাতে ব্যর্থ হয় লাল-হলুদ। দুই বিদেশি স্ট্রাইকার সিভেরিও ও ক্লেইটন সিলভা গোল করতে পারেননি। এর মধ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে দেখা গেল না সিভেরিওকে।

Advertisement
সিভেরিও সিভেরিও

জামদেশপুর এফসি-র (Jamshedpur FC) বিরুদ্ধে ড্র করার পর শনিবার হায়দরাবাদ এফসি-র (East Bengal vs Hyderabad FC) বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল এফসি। গত ম্যাচে প্রচুর গোলের সুযোগ তৈরি করলেও জালে বল ঢোকাতে ব্যর্থ হয় লাল-হলুদ। দুই বিদেশি স্ট্রাইকার সিভেরিও ও ক্লেইটন সিলভা গোল করতে পারেননি। এর মধ্যেই হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে অনুশীলনে দেখা গেল না সিভেরিওকে।


শনিবার রাত ৮টায় হায়দরাবাদ এফসির বিপক্ষে যুবভারতী স্টেডিয়ামে খেলতে নামছে ইমামি ইস্টবেঙ্গল দল। সেইমতো গত কয়েকদিন ধরেই দলের কোচ কার্লোস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে রাজারহাটের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে অনুশীলন চালিয়েছে গোটা দল। তবে সেই অনুশীলনে দুইদিন ধরে দেখা যাচ্ছে না সিভেরিওকে। তবে কেন তিনি আসেননি তা এখনও জানা যায়নি। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে যদিও সিভেরিও-র চোট নিয়ে কিছু বলেননি। তা হলে কী কারণে তিনি অনুশীলনে আসছেন না? তা স্পষ্ট নয়। তবে হায়দরাবাদের বিরুদ্ধে তাঁকে যে মাঠে নামানো হবে তা এক প্রকার নিশ্চিত।   
গত মরশুমে দারুণ ছন্দে থাকলেও, এই মরশুমে সেই ফর্মের ধারে কাছেও পৌঁছতে পারেননি ক্লেইটন সিলভা। ক্লেইটন এখনও পুরোপুরি ফিট হতে পারেননি বলে জানিয়েও দিয়েছেন কোচ কুয়াদ্রাত। সমস্যা থাকছে লাল-হলুদের রক্ষণ নিয়েও। লালচুংনুঙ্গা এখনও দলের সঙ্গে যোগ দেননি। জর্ডন এলসের পরিবর্ত ফুটবলার হিজাজি মাহের শহরে চলে এলেও, এই ম্যাচেই তাঁকে নামিয়ে দেওয়ার ঝুঁকি নিতে চাইছেন না কার্লেস। 


যদিও ডিফেন্ডারদের খেলায় খুশি লাল-হলুদ কোচ। হায়দরাবাদ ম্যাচের আগে কোচ কুয়াদ্রাত বলেন, ‘জামশেদপুর ম্যাচে একটা নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হই। তবে আমি অজুহাত দিতে চাই না। নিজেরাও ভুলগুলো শুধরে মাঠ থেকে তিন পয়েন্ট পেতে চাই। একটা জয়ই বদলে দিতে পারে দলের মানসিকতা। এলসে, লালচুংনুঙ্গা না থাকায় আমাদের রক্ষণ সংগঠনের দিকেও জোর দিতে হয়। প্রথম ম্যাচে আমরা গোল হজম করিনি, এটাও পজিটিভ দিক।‘ 
 

আরও পড়ুন

Advertisement

Advertisement