scorecardresearch
 

East Bengal vs Punjab FC: নায়ক তালাল, ৪-১ গোলে হেরে স্বপ্ন শেষ ইস্টবেঙ্গলের

দিল্লিতে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে মাদিয়া তালালের গোলে এগিয়ে পঞ্জাব এফসি। বিরতির পরে আরও দুই গোল করে ম্যাচ জেতে পঞ্জাব। 

Advertisement
মাদিয়া তালালকে নিয়ে পঞ্জাবের উচ্ছ্বাস মাদিয়া তালালকে নিয়ে পঞ্জাবের উচ্ছ্বাস

দিল্লিতে ম্যাচের প্রথমার্ধেই তিন গোল। পঞ্জাব এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে পিছিয়ে পড়ল ইস্টবেঙ্গল। ম্যাচের বিরতির কিছুক্ষণ আগে মাদিয়া তালালের গোলে এগিয়ে পঞ্জাব এফসি। বিরতির পরে আরও দুই গোল করে ম্যাচ জেতে পঞ্জাব। 

৪-১ গোলে হারল ইস্টবেঙ্গল

এ মরসুমে আশা শেষ ইস্টবেঙ্গলের। এ মরসুমে সম্ভবত সবচেয়ে খারাপ ফুটবল খেলতে দেখা গেল লাল-হলুদকে। তবে বলতেই হবে সায়ন বন্দোপাধ্যায়ের কথা। দারুণ গোল করেছেন তিনি। এদিন অভিষেক হয় মহিতোষের। 

আরও পড়ুন

৪ গোল খেয়ে গেল ইস্টবেঙ্গল

এবার গোল করে গেলেন লুকা মাচেন। আবারও অ্যাসিস্ট সেই তালালের। একটা গোল আর দু'টো অ্যাসিস্ট করে ফেললেন তালাল। 

দ্বিতীয়ার্ধে ফের গোল খেয়ে গেল লাল-হলুদ

ফের গোল পঞ্জাবের। গোল করে গেলেন উইলমার জর্ডন গিল। তালালের সঙ্গে জুটি বেঁধে দলকে ৩-১ গোলে এগিয়ে দিলেন। এখন থেকে ম্যাচে ফেরা কার্যত অসম্ভব ইস্টবেঙ্গলের পক্ষে।  

গোল মাদিয়া তালালের

ফাস্ট পোস্ট দিয়ে গোল খেয়ে গেলেন কমলজিৎ সিং। তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। দারুণ শটে প্রথম পোস্ট থেকে গোল করেন তালাল। 

পেনাল্টি থেকে বঞ্চিত ইস্টবেঙ্গল?

পেনাল্টি বক্সের মধ্যে ইস্টবেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহেরকে ঘুষি মেরে বসেন পঞ্জাব গোলকিপার রবি কুমার দাহিয়া রেফারি পেনাল্টি দেননি। 

সমতা ফেরাল ইস্টবেঙ্গল

দুরন্ত শটে গোল করে গেলেন সায়ন বন্দোপাধ্যায়। দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে ইস্টবেঙ্গলের জার্সিতে গোল করলেন এই বাঙালি ফুটবলার। সালার ভুল রিসিভিং সুযোগ তৈরি করে দেয় সায়নের কাছে। তবে সেখান থেকেও গোল করা সহজ ছিল না। বেশ কিছুটা বল টেনে নিয়ে যান তিনি। ভেতরের দিকে ঢুকে এসে শট মারেন গোলে। দ্বিতীয় পোস্ট দিয়ে তা ঢুকে যায় গোলে।  

Advertisement

গোল করে এগিয়ে গেল পঞ্জাব

অভিষেকের ডানদিক থেকে করা ক্রস থেকে দারুণ শটে গোল করে যান পঞ্জাবের উইলমার জর্ডন গিল। ম্যাচের ১৯ মিনিটেই ১-০ গোলে এগিয়ে গেল পঞ্জাব।    

Advertisement