scorecardresearch
 

ISL 2024 MBSG vs OFC: সাদিকুর বদলে কামিন্স, ওড়িশার বিরুদ্ধে মোহনবাগান দলে কারা?

আইএসএল-এর ফাইনালে যেতে হলে জিততে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছে ওড়িশা এফসি। ফলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জিততেই হবে সবুজ-মেরুন শিবিরকে। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ তিনটি ম্যাচে মোহনবাগানকে হারাতে পারেনি ওড়িশা এফসি। এই মাঠে যে ছ’টি আইএসএল ম্যাচ খেলেছে তারা, তার মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-২-এ, ২০২২-এর ১৮ নভেম্বরে। গত চারটি অ্যাওয়ে ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। 

Advertisement
মোহনবাগান মোহনবাগান

আইএসএল-এর ফাইনালে যেতে হলে জিততে হবে মোহনবাগান সুপার জায়েন্টকে। প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছে ওড়িশা এফসি। ফলে দ্বিতীয় লেগে ঘরের মাঠে জিততেই হবে সবুজ-মেরুন শিবিরকে। তবে যুবভারতী ক্রীড়াঙ্গনে শেষ তিনটি ম্যাচে মোহনবাগানকে হারাতে পারেনি ওড়িশা এফসি। এই মাঠে যে ছ’টি আইএসএল ম্যাচ খেলেছে তারা, তার মধ্যে মাত্র একটি ম্যাচে জিতেছে ওড়িশা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৪-২-এ, ২০২২-এর ১৮ নভেম্বরে। গত চারটি অ্যাওয়ে ম্যাচের একটিতেও জিততে পারেনি তারা। 

কলকাতায় একটি ম্যাচে ড্র করেছে ও তিনটিতে হেরেছে সার্জিও লোবেরার দল। হে টু হেডের পরিসংখ্যান-মোট খেলেছে: ১১টি ম্য়াচমোহনবাগান জিতেছে: ৫টা ম্যাচওড়িশা এফসি জিতেছে: ২টো ম্যাচ ড্র হয়েছে: চারটি ম্য়াচ। চলতি আইএসএল-এর ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ করতে হলে অসাধ্য সাধন করতে হবে ওড়িশা এফসিকে। আর কিছুক্ষণের মধ্যেই সেই অসাধ্য সাধনের পরীক্ষায় নামবেন রয় কৃষ্ণারা। এই ম্যাচ দেখতে যুবভারতীর গ্যালারিতে সবুজ-মেরুন সমর্থকদের ঢল নামতে চলেছে। এই নিয়ে কোনও সন্দেহ নেই। ঘরের মাঠে, নিজেদের সমর্থকেরা যখন তাদের প্রিয় দলের হয়ে গলা ফাটাবেন, তখন কি মোহনবাগান সুপার জায়ান্টকে হারানো অত সোজা হবে ওড়িশা এফসি-র পক্ষে?

প্রথম লেগে লাল কার্ড দেখেছিলেন আর্মান্দো সাদিকু। এই ম্যাচে নেই তিনি। তাঁর জায়গায় দলে এসেছেন জেসন কামিন্স। সেটপিসের অস্ত্রেই ওড়িশাকে হারাতে চাইছে মহনবাগান।   

মোহনবাগান দলে কারা? 

আরও পড়ুন

বিশাল কাইথ (গোলরক্ষক), আনোয়ার আলি, হেক্টর ইউস্তে, শুভাশিস বোস, দিমিত্রি পেত্রাতোস, জনি কাউকো, দীপক ট্যাংরি, অনিরুদ্ধ থাপা, মনবীর সিং, জেসন কামিন্স, লিস্টন কোলাসো।

Advertisement

ওড়িশা এফসির প্রথম একাদশ

অমরিন্দর (গোলরক্ষক), নরেন্দ্র গাহলট, মুরতাদা ফল, আমে গণেশ রানাওয়াদে, জেরি লালরিনজুয়ালা, আহমেদ জাহহ, প্রিন্সটন রেবেলো, পুটিয়া, দিয়েগো মৌরসিও, ইসাক রাল্টে, রয় কৃষ্ণা

Advertisement