scorecardresearch
 

ISL 2024 Mohun Bagan Champion T Shirt: ফ্যানদের জন্য 'শিল্ড চ্যাম্পিয়ন' টি-শার্ট মোহনবাগানের, দাম কত? কোথায় পাবেন?

সদ্য আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এবার লক্ষ্য ফের আইএসএল (ISL 2024) ট্রফি জেতা। লিগ শিল্ড জেতার খুশির আমেজ এখনও কাটেনি ফ্যানেদের মধ্যে। এর মধ্যে আরও একটি খুশির খবর শোনাল মোহনবাগান ক্লাব। ইতিমধ্যেই সেমিফাইনালের তোরজোড় শুরু করেছে মোহনবাগান। তার আগেই লিগ শিল্ড জেতার আনন্দে মোহনবাগান সুপার জায়েন্ট বের করল একটি বিশেষ জার্সি। শনিবারই পাওয়া যাবে এই বিশেষ জার্সি।

Advertisement
মোহনবাগান চ্যাম্পিয়ন টিশার্ট মোহনবাগান চ্যাম্পিয়ন টিশার্ট

সদ্য আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এবার লক্ষ্য ফের আইএসএল (ISL 2024) ট্রফি জেতা। লিগ শিল্ড জেতার খুশির আমেজ এখনও কাটেনি ফ্যানেদের মধ্যে। এর মধ্যে আরও একটি খুশির খবর শোনাল মোহনবাগান ক্লাব। ইতিমধ্যেই সেমিফাইনালের তোরজোড় শুরু করেছে মোহনবাগান। তার আগেই লিগ শিল্ড জেতার আনন্দে মোহনবাগান সুপার জায়েন্ট বের করল একটি বিশেষ জার্সি। শনিবারই পাওয়া যাবে এই বিশেষ জার্সি।

কত দাম, কোথা থেকে কীভাবে পাবেন এই বিশেষ জার্সি? 
লিগ শিল্ড জেতার আনন্দে এখনও ডগমগ হয়ে রয়েছে মোহনবাগানের ফ্যানেরা। সেই আনন্দকে আরও একটু বাড়িয়ে দিতে সেমিফাইনালের আগে এক বিশেষ জার্সি বের করল মোহনবাগান ক্লাব। সেই বিশেষ জার্সির নাম দেওয়া হয়েছে আইএসএল চ্যাম্পিয়ন টি-শার্ট ২০২৩/২৪। ২৭শে এপ্রিল অর্থাৎ আজ শনিবার মোহনবাগান গ্রাউন্ড বক্স অফিস থেকে ফ্যানেরা এই টি-শার্ট সংগ্রহ করতে পারবে। টি-শার্ট সংগ্রহ করার সময় হল সকাল ১০.৩০ থেকে সন্ধ্যে ৭.০০ পর্যন্ত। এছাড়া সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস ২ এর ৪ নাম্বার গেট থেকে সংগ্রহ করতে পারবে এই চ্যাম্পিয়ন টি-শার্ট। যদিও সময়সীমা একই। ফ্যানেদের জন্য বানানো এই বিশেষ টি-শার্টটির দাম রাখা হয়েছে এক হাজার টাকা। মোহনবাগান ক্লাবের এই বিশেষ উদ্যোগ রীতিমত শোরগোল ফেলেছে ফ্যানেদের মধ্যে।

রবিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে ওড়িশা ও মোহনবাগান। প্রথম লেগের ম্যাচে মোহনবাগান ২-১ গোলে হেরে যাওয়ায় সমস্যা বেড়েছে সবুজ-মেরুনের। ঘরের মাঠে রবিবারের ম্যাচে অন্তত দুই গোল করে ম্যাচ জিততে হবে তাদের। পাশাপাশি গোল খাওয়া চলবে না। তা হলেই ফাইনালে চলে যাবে আন্তনিও লোপেজ হাবাসের দল। 

Advertisement

এর আগে আইএসএল-এর ১০ বছরের ইতিহাসে কোনও দিনই কোনও দল একই মরসুমে লিগ শিল্ড ও ট্রফি জিততে পারেনি। ফলে এই মরসুমে মোহনবাগান তা করতে পারলে আবারও ইতিহাস হবে। 

Advertisement