Mohun Bagan vs Bengaluru FC: আজ জিতলেই তিন নম্বরে মোহনবাগান, সুনীলদের বিরুদ্ধে ম্যাচ কখন কীভাবে দেখবেন?

শনিবার ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ জিতলে তিন নম্বরে উঠে আসবে সবুজ-মেরুন দল। প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছেন জোসে মলিনার দল। প্রথম ম্যাচে ড্র করলেও নর্থ ইস্ট ম্যাচ জিতে চনমনে মোহনবাগান। গত মরশুমের শুরু থেকে মোহনবাগান সেট পিস ছাড়া ৪৩টি গোল করেছে, যা বেঙ্গালুরুর চেয়ে ২৫টি বেশি। আর কোনও দল এই সময়ের মধ্যে ওপেন প্লে থেকে এত গোল করতে পারেনি।

Advertisement
আজ জিতলেই তিন নম্বরে মোহনবাগান, সুনীলদের বিরুদ্ধে ম্যাচ কখন কীভাবে  দেখবেন?mohun bagan, bengaluru fc

শনিবার ব্যাঙ্গালোরের কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি-র (Bengaluru FC) বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। এই ম্যাচ জিতলে তিন নম্বরে উঠে আসবে সবুজ-মেরুন দল। প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে নামছেন জোসে মলিনার দল। প্রথম ম্যাচে ড্র করলেও নর্থ ইস্ট ম্যাচ জিতে চনমনে মোহনবাগান। গত মরশুমের শুরু থেকে মোহনবাগান সেট পিস ছাড়া ৪৩টি গোল করেছে, যা বেঙ্গালুরুর চেয়ে ২৫টি বেশি। আর কোনও দল এই সময়ের মধ্যে ওপেন প্লে থেকে এত গোল করতে পারেনি।
  
আইএসএলের গত তিন ম্যাচেই একাধিক গোল খেয়েছে মোহনবাগান। বেঙ্গালুরুর বিরুদ্ধে যখনই তারা ক্লিন শিট বজায় রাখতে পারেনি, তখনই তারা একাধিক গোল খেয়েছে। সুনীল ছেত্রীদের বিরুদ্ধে সবুজ-মেরুন জার্সি গায়ে সবচেয়ে বেশি গোল অবদান রয়েছে রয় কৃষ্ণা ও দিমিত্রি পেত্রাতস। দু’জনেই চারটি করে গোল করেছেন ও একটি করে করিয়েছেন। আর একটি গোল অবদান রাখতে পারলে রয়কে পিছনে ফেলে দেবেন দিমি। বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁর পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই দিমির গোল অবদান ছিল।

এ বারের লিগে প্রথম দুটি ম্যাচে এখনও গোল খায়নি বেঙ্গালুরু এফসি। গেরার্দ জারাগোজা তাদের কোচ হয়ে আসার পর বেঙ্গালুরু এফসি আইএসএলে তাদের ন’টি হোম ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছে। একমাত্র হারটি ছিল গত এপ্রিলে মোহনবাগানের কাছে ০-৪-এ। গত মরশুমের শুরু থেকে আজ পর্যন্ত বেঙ্গালুরু আইএসএলে ম্যাচের শেষ ১৫ মিনিটে ছ’টি গোল করেছে।

কখন-কীভাবে দেখবেন এই ম্যাচ?
আইএসএলে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার। তার মধ্যে ৬ বারই জিতেছে মোহনবাগান, একবার বেঙ্গালুরু ও দু’টি ম্যাচে ড্র হয়। ২৮ সেপ্টেম্বর, শনিবার, সন্ধ্যা ৭.৩০-এ কিক অফ স্পোর্টস ১৮ থ্রি, স্পোর্টস ১৮ খেল ও স্পোর্টস ১৮ টু, স্পোর্টস ১৮ ওয়ান এসডি ও এইচডি চ্যানেলে দেখা যাবে ম্যাচ। মোবাইল ফোনে জিও সিনেমা অ্যাপে দেখা যাবে ম্যাচ। 

Advertisement

POST A COMMENT
Advertisement