শনিবার মরসুমের প্রথম ডার্বি (Kolkata Derby) খেলতে নামছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়েন্ট (East Bengal vs Mohun Bagan Super Giant)। তার আগেই ফিরতি ডার্বির সূচি প্রকাশ করে দিল আইএসএল (ISL)। ফিরতি ডার্বি হবে ১১ জানুয়ারি। ১ ফেব্রুয়ারি মোহনবাগানের (Mohun Bagan) বিরুদ্ধে নামবে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। আর ১৬ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি হবে সাদা-কালো শিবির। যদিও এখনও প্লে অফের সূচি প্রকাশ করেনি আইএসএল। এর আগে ১ ফেব্রুয়ারি অবধি সূচি প্রকাশ করেছিল আইএসএল। আর এবার বাকি লিগের সূচিও প্রকাশ করল তারা।
কোন দল কী অবস্থায়?
টানা ৪ ম্যাচে হেরে শূন্য পয়েন্টে থাকা ইস্টবেঙ্গল এখন লিগ টেবলে সবার শেষে, ১৩ নম্বরে। প্রথম জয়ের খোঁজে শনিবার নামবে তারা। অন্যদিকে ভাল ছন্দে রয়েছে গতবারের লিগ শিল্ড জেতা মোহনবাগানও। আইএসএলে (ISL) ৪ ম্যাচে ৭ পয়েন্ট পেয়ে লিগ টেবলে চারে থাকা হোসে মোলিনার টিম তো তৈরি। গত ম্যাচেই তারা ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মহমেডান স্পোর্টিংকে। ডার্বিতে ইস্টবেঙ্গলের বড় চ্যালেঞ্জ জেমি-লিমি-কামিংস- স্টুয়াটদের সঙ্গে লিস্টন, মনবীরদের অ্যাটাক সামাল দেওয়াটাই।
ফিট হয়ে ফিরলেন ডিমান্টাকোস
ইস্টবেঙ্গল ডিফেন্সের মূল স্তম্ভ হিজাজি মাহের টিমের প্র্যাক্টিসে নেই। তিনি ওমানের বিরুদ্ধে জর্ডনের হয়ে প্রি ওয়ার্ল্ড কাপের ম্যাচে খেলতে ব্যস্ত। এই অবস্থায় আনোয়ার আলিকেই দায়িত্ব দেওয়া হচ্ছে রক্ষণ মজবুত করার। তাঁর সঙ্গে অবশ্য হেক্টর ইউস্তে আছেন। লাল হলুদের ভালো খবর, চোট সারিয়ে পুরো ফিট আইএসএলের গোল্ডেন বুট জয়ী ডিমান্টাকোস। মোহনবাগানের চিন্তা তাদের ডিফেন্ডার আলবার্তো রদ্রিগেসের এখনও ফিট না হওয়া নিয়ে। মঙ্গলবার প্র্যাক্টিসেও দেখা গেল, তিনি মাঠের বাইরে রিহ্যাবে।
ডার্বি মানেই উৎসব
মঙ্গলবার মোহনবাগান মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে মনবীর সিং বলেন, 'ডার্বি মানে তো ফেস্টিভ্যাল।' গোলকিপার বিশাল কাইথের বক্তব্য, 'আমরা তৈরি দেশের অন্যতম সেরা এই ম্যাচের জন্য।'