পঞ্জাব এফসি-র (Punjab FC) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। দলের সঙ্গে দিল্লিতে যাননি কোচ আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) ও সাহাল আব্দুল সামাদ (Sahal Abdul Samad)। দমকলের ছাড়পত্র না পাওয়ায় জওহরলাল নেহরু স্টেডিয়ামে থাকবে দর্শক শূন্য। গত কয়েকদিনের মত শুক্রবারও অনুশীলনে উপস্থিত ছিলেন না স্প্যানিশ কোচ। সূত্রের খবর, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন তিনি।
ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি ম্যাচ হারের ধাক্কা সামলে শনিবার দিল্লিতে খেলতে নামছে মোহনবাগান সুপারজায়ান্ট। অধিনায়ক শুভাশিস বসু বলেন, 'আমাদের ফোকাস শুধুই পঞ্জাব ম্যাচের দিকে। হাবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য আমাদের। তিনিই দল পরিচালনা করেন। হাবাস দলের সব। আবার সাহালেরও চোট রয়েছে। তবে ভেবে দেখতে হবে, মরশুমে অনেক ফুটবলারেরই চোটআঘাত ছিল। আনোয়ারের চোট ছিল। সেই জায়গায় দীপেন্দু খেলেছে। আমরা ম্যাচ জিতেছি। আমাদের দলটা এই কারণেই খুব শক্তিশালী। যারা নামে তারা নিজেদের সেরাটা দেয়। আপাতত সব ভুলে আমাদের পাঞ্জাব ম্যাচ নিয়েই ভাবতে হবে। ম্যাচটা জিততে হবে। তার পরে বাকি ম্যাচগুলোর কথা ভাবব।'
কখন কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?
পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বিকেল সাড়ে পাঁচটায়। জিও সিনেমায় ফ্রিতে দেখা যাবে এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। পাশাপাশি টিভিতে দেখতে পারবেন স্পোর্টস ১৮ চ্যানেলে। বাংলায় এই ম্যাচ দেখা যাবে ডিডি বাংলায়।
লিগ শিল্ড জয়ের দৌড়ে টিকে থাকার মরিয়া চেষ্টায় সবুজ মেরুন সমর্থকদের চোয়াল শক্ত। প্রত্যেকেই বলছেন তারা ফাইনাল ধরে নিয়ে এই তিন ম্যাচকে ফাইনাল ধরে খেলবেন। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আন্তোনিও লোপেজ হাবাসই কিন্তু চর্চায়। কারণ তাঁর মস্তিস্কের জোরেই ঘুরে দাঁড়িয়েছে সবুজ-মেরুন। হাবাস দায়িত্ব নেওয়ার পরে কেবলমাত্র একটাই ম্যাচ হেরেছে মোহনবাগান। তাও চেন্নাইয়েন ম্যাচে তিনি ছিলেন না ডাগ আউটে। এই পরিসংখ্যানই বলে দেয়, হাবাসের থাকা কতটা গুরুত্বপূর্ণ। তাই কিছুটা সুস্থ হয়ে উঠলেই শনিবার সকালে হলেও দিল্লি চলে যেতে পারেন।