scorecardresearch
 

Mohun Bagan Super Giant: ফাইনাল হেরেও কোটিপতি মোহনবাগান, কত টাকা পেল চ্যাম্পিয়ন মুম্বই?

ত্রি মুকুট জিততে না পারলেও, কোটি টাকা আয় হল মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলারদের। আইএসএল-এর ফাইনালে হারলেও রানার্স হিসেবে মোটা টাকা পেল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচ শেষে আড়াই কোটি টাকার চেক তুলে দেওয়া হয় মোহনবাগানের হাতে। অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ায় মুম্বই সিটি এফসি পেল ৬ কোটি টাকা।

Advertisement
মোহনবাগান দল মোহনবাগান দল

ত্রি মুকুট জিততে না পারলেও, কোটি টাকা আয় হল মোহনবাগান সুপার জায়েন্টের ফুটবলারদের। আইএসএল-এর ফাইনালে হারলেও রানার্স হিসেবে মোটা টাকা পেল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচ শেষে আড়াই কোটি টাকার চেক তুলে দেওয়া হয় মোহনবাগানের হাতে। অন্যদিকে চ্যাম্পিয়ন হওয়ায় মুম্বই সিটি এফসি পেল ৬ কোটি টাকা।

শনিবারের ম্যাচে আগাগোড়া দাপট ছিল মুম্বইয়ের। মোহনবাগানের ডিফেন্সকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিলেও প্রথম গোলটা করে যায় মোহনবগানই। ম্যাচের ৪৪ মিনিটে মুম্বই গোলকিপার পূর্বা লাচেনপার ভুলে এগিয়ে গিয়েছিল তারা। গোল করেন অস্ট্রেলিয়ান বিশ্বকাপার জেসন কামিন্স। দিমিত্রি পেত্রাতোসের দুরপাল্লার শট মুম্বইয়ের গোলরক্ষক প্রতিহত করলেও ঠিক জায়গায় ফিস্ট করে বল রাখতে পারেননি। ছোট্ট টোকায় বল জালে জড়ান কামিন্স। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরত আসে মুম্বই। অ্যালবার্তো নোগুয়েরার ভাসানো লম্বা বল মাঝ বরাবর দিয়াজের পায়ে আসে। তিনি মনবীর সিংকে কাটিয়ে প্রথম গোলটা করেন। সেই সময় মোহনবাগানের ডিফেন্ডাররা একেয়ারেই জায়গায় ছিলেন না।

৮১ মিনিটে বিপিন সিং মুম্বইকে এগিয়ে দেন। বিক্রম প্রতাপ সিং এবং লালিয়ানজুয়ালা ছাংতে ও বিনীত রাই ছোট ছোট পাস খেলে উপরের দিকে উঠে আসেন। ছাংতে শট করলেও তা প্রতিহত হয়ে ফিরে আসছিল। সেইসময় জ্যাকুবের বল পেয়ে বিপিনের দিকে বাড়ান। গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন তিনি। অতিরিক্ত সময়ে মুম্বইয়ের হয়ে তৃতীয় গোলটা করলেন জ্যাকুব ভোতজাস। মোহনবাগানের ফাঁকা ডিফেন্সকে নিয়ে ছেলেখেলা করেন মুম্বই ফুটবলাররা। 

আরও পড়ুন

অনেক আশা নিয়ে প্রায় ৬২,০০০ দর্শক মাঠে এলেও, শেষ বাঁশি বাজার আগেই মাঠ ফাঁকা হতে শুরু করে। হতাশ সবুজ-মেরুন সমর্থকরা হেরে যাবেন জেনেই বাড়ির পথ ধরেন। এই মরসুমে এমন দৃশ্য এর আগে দেখা যায়নি। ম্যাচের পরেও দলের খেলা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কোচ আন্তনিও লোপেজ হাবাসকে। হতাশা ঝরে পড়ছিল এই মরসুমে দারুণ ফুটবল খেলা দিমিত্রি পেত্রাতোসের গলাতেও। 

Advertisement

Advertisement