scorecardresearch
 

ISL Final 2024 Mohun Bagan vs Mumbai City FC: মুম্বইকে হারিয়ে ত্রিমুকুট জয়ের লক্ষ্যে হাবাস, মোহনবাগানের দল কেমন হতে পারে?

আইপিএল-এ (IPL) শুক্রবার রাতে মুম্বইকে (Mumbai Indians) হারিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। আর তার ঠিক একদিন পরেই আইএসএল (ISL Final 2024) ফাইনালে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার রাতে যে কাজটা শ্রেয়াস আইয়াররা করেছেন, সেটাই এখন করে দেখাতে হবে মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসদের। তবে আরও একবার ভারতসেরা হবে সবুজ-মেরুন ব্রিগেড। এক মরসুমে তিনটে সর্বভারতীয় ট্রফি জেতা সাম্প্রতিক কালে খুব একটা শোনা যায়নি। সেই রেকর্ডই গড়তে চাইছে আন্তনিও লোপেজ হাবাসের ছেলেরা।

Advertisement
মোহনবাগান মোহনবাগান

আইপিএল-এ (IPL) শুক্রবার রাতে মুম্বইকে (Mumbai Indians) হারিয়েছে কলকাতা (Kolkata Knight Riders)। আর তার ঠিক একদিন পরেই আইএসএল (ISL Final 2024) ফাইনালে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) বিরুদ্ধে ফাইনাল ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। শুক্রবার রাতে যে কাজটা শ্রেয়াস আইয়াররা করেছেন, সেটাই এখন করে দেখাতে হবে মনবীর সিং, দিমিত্রি পেত্রাতোসদের। তবে আরও একবার ভারতসেরা হবে সবুজ-মেরুন ব্রিগেড। এক মরসুমে তিনটে সর্বভারতীয় ট্রফি জেতা সাম্প্রতিক কালে খুব একটা শোনা যায়নি। সেই রেকর্ডই গড়তে চাইছে আন্তনিও লোপেজ হাবাসের ছেলেরা। 


সন্ধে সাড়ে সাতটা থেকে ফাইনাল
ফাইনাল ম্যাচের টিকিত বিক্রি শুরু হতেই তা শেষ হয়ে যায় নিমেষেই। অনলাইন টিকিট শেষ হয়ে যাওয়ায়, ফ্যানরা অফ লাইন টিকিটের খোঁজ করলেও তা পাওয়া যায়নি। ফলে বাড়িতে বসেই অনেক মেরিনার্সকে দুধের সাধ ঘোলে মেটাতে হবে। ফাইনাল ম্যাচ শুরু হবে রাত সাড়ে সাতটা থেকে। যুবভারতীর অনুশীলন মাঠে দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্সদের এক পলক দেখার জন্য মাঠের সামনে কয়েকশো সবুজ-মেরুন সমর্থক। ফুটবলারদের সামনে পেয়ে টিকিটের আবদার। মোহনবাগান অনুশীলনে থাকা নিরাপত্তারক্ষীরাও সমর্থকদের দূরে রাখতে পারলেন না বিশাল, অনিরুদ্ধদের থেকে। অনুশীলন শেষে সমর্থকদের একটাই আবদার, 'শিল্ড এসেছে, এবার আইএসএল ট্রফিটা এনে দাও।'

দলের অন্যতম তারকা দিমিত্রি এদিন বলেন, 'আমার কেরিয়ারে মোহনবাগান অন্যতম সেরা দল। এখানকার খেলার পরিবেশ দুর্দান্ত। এমন পরিবেশে কাল ফাইনালে নিজেদের সেরাটা দেব।'     

Advertisement

মোহনবাগান দল যেমন হতে পারে
গোলে বিশাল রক্ষণে হেক্টর ইউস্তা, শুভাশিস, আর আনোয়ার থাকছেন। এই তিন জন রক্ষণে ফুটবলারের সামনে দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীকে ব্লকারের জায়গায় খেলাতে পারেন হাবাস। এক্ষেত্রে দীপক অভিজ্ঞতার কারণে সামান্য হলেও এগিয়ে। মাঝমাঠে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, মনবীর, সাহাল অথবা লিস্টন। এদের সামনে পেত্রাতোস, কামিন্স। 
 

আরও পড়ুন

Advertisement