১৫ এপ্রিল ২০০২ চার্চিল ব্রাদার্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে জাতীয় লিগ জিতেছিল মোহনবাগান (Mohun Bagan)। আর এবারও ২২ বছর পর আরও একটা ১৫ এপ্রিল। এবার ঘরের মাঠে মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সামনে মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। জিতলেই প্রথমবার লিগ শিল্ড খেতাব ঘরে তুলবে মোহনবাগান। সেবারও লিগ শীর্ষে ছিল চার্চিল আর এবার মুম্বইয়ের দরকার মাত্র ১ পয়েন্ট।
সপ্তাহের প্রথম দিন সোমবার ষাট হাজার দর্শকের সামনে খেলবেন দিমিত্রি পেত্রাতস, শুভাশিস বসুরা। এই ম্যাচে সেটাই বাড়তি অনুপ্রেরণা। শারিরীক অসুস্থতার জেরে গত কয়েক ম্যাচে দলের সঙ্গে থাকতে পারেননি কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। কিন্তু বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি। সেজন্য গত পরশু থেকেই দলের অনুশীলনে ফিরে এসেছেন এই স্প্যানিশ বস। চলতি মরসুমে সবুজ-মেরুনের মাঝমাঠে অনিরুদ্ধ থাপা খেলবেন। সঙ্গে চোট কাটিয়ে যোগ দিতে পারেন ভারতীয় দলের তারকা সাহাল আব্দুল সামাদ। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি।
বেশকিছু গোলও এসেছে তার পা থেকে। কিন্তু ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের জন্য জাতীয় শিবিরের ক্যাম্পে অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। যা নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল দলের অন্দরে। তবে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন সামাদ। গত কয়েকদিন ধরে দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। সেজন্য, মুম্বাই ম্যাচে এই ভারতীয় ফুটবলারকে মাঝ মাঠের দায়িত্বে রেখেই একাদশ সাজানোর কথা ভাবতে পারে মোহনবাগান। এই ম্যাচ মোহনবাগান জিততে পারলে বাংলার ফুটবলের জন্য তা দারুণ খবর হবে। ডুরান্ড কাপ, আই লিগ, সুপার কাপ সবই এসেছে বাংলায়। এখন আইএসএল শিল্ড এসে গেলে তা হবে সোনায় সোহাগা।
ফ্রিতেই দেখতে পাবেন এই ম্যাচের লাইভ স্ট্রিমিং। জিও সিনেমাতে দেখা যাবে এই ম্যাচ। পাশাপাশি টিভিতে স্পোর্টস ১৮ চ্যানেলে এই ম্যাচ দেখতে পাবেন ফ্যানরা। বাংলায় এই ম্যাচ দেখা যাবে ডিডি বাংলায়।