ISL Points Table East Bengal: কেরল ম্যাচ তো জিততেই হবে, আর কোন অঙ্কে প্লে অফে ইস্টবেঙ্গল?

কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে জিততেই হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে চেন্নাইয়েন এফসি জিতে যাওয়ায় আখেরে ক্ষতি হয়েছে ইস্টবেঙ্গলেরও। কারণ ১৯ ম্যাচ খেলে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লাল-হলুদ। বুধবার তাদের প্রতিপক্ষ ৫ নম্বরে কেরল ব্লাস্টার্স। তবে এখনও প্লে অফে যাওয়ার সুযোগ থাকছে ক্লেইটন সিলভাদের কাছেও। 

Advertisement
কেরল ম্যাচ তো জিততেই হবে, আর কোন অঙ্কে প্লে অফে ইস্টবেঙ্গল?ইস্টবেঙ্গল দল

কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে জিততেই হবে ইস্টবেঙ্গলকে (East Bengal)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে চেন্নাইয়েন এফসি জিতে যাওয়ায় আখেরে ক্ষতি হয়েছে ইস্টবেঙ্গলেরও। কারণ ১৯ ম্যাচ খেলে মাত্র ১৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে লাল-হলুদ। বুধবার তাদের প্রতিপক্ষ ৫ নম্বরে কেরল ব্লাস্টার্স। তবে এখনও প্লে অফে যাওয়ার সুযোগ থাকছে ক্লেইটন সিলভাদের কাছেও। 

ষষ্ঠ স্থানের জন্য যতগুলো দল লড়াইয়ে আছে তাদের মধ্যে শীর্ষে রয়েছে বেঙ্গালুরু। ২২ পয়েন্টে রয়েছে তারা। আর জামশেদপুর ২১ পয়েন্ট নিয়ে রয়েছে সাত নম্বরে। অর্থাৎ, তিন পয়েন্ট দূরে রয়েছে ইস্টবেঙ্গল। বাকি রয়েছে আর তিনটে ম্যাচ। এই তিনটে জিতলে আসবে ৯ পয়েন্ট। সব পয়েন্ট পেলে ২৭ পয়েন্ট হবে ইস্টবেঙ্গলের। অর্থাৎ বেঙ্গালুরুকে হারতে হবে। আরও দু'টি ম্যাচ বাকি রয়েছে তাদের। ফলে দুই ম্যাচ জিতলে সুনীল ছেত্রীরা চলে যেতে পারেন ২৮ প্যেন্টে যা ছোঁয়া অসম্ভব ইস্টবেঙ্গলের পক্ষে। ২৭ পয়েন্টে পৌঁছে যেতে পারে জামশেদপুরও। তবে সেক্ষেত্রে গোল পার্থক্য ফ্যাক্টর হয়ে যাবে। সেদিক থেকে এগিয়ে জামশেদপুর ও বেঙ্গালুরু। 

হারতে হবে বাকি পাঁচ দলকে

শেষ ছয়ে যাওয়ার সুযোগ আছে পঞ্জাব এফসি, চেন্নাইয়েন এফসি, নর্থইস্টেরও। একটা জায়গার জন্য লড়াই চালাচ্ছে ৬ দল। বাকি ম্যাচগুলোকে বেঙ্গালুরু, চেন্নাইয়েন, নর্থইস্ট বা পঞ্জাব এফসি পয়েন্ট নষ্ট করলে তবেই হবে লাভ। ফলে ইস্টবেঙ্গলকে শুধু জিতলেই হবে না। হারতে হবে বাকি পাঁচ দলকে। 


ইস্টবেঙ্গলের বাকি ম্যাচ
৩ এপ্রিল তাদের পরের ম্যাচ কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। এরপর লাল-হলুদ খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে সাত এপ্রিল। ১০ এপ্রিল ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ পঞ্জাব এফসি-র বিরুদ্ধে।

কোথায় কীভাবে ফ্রিতে দেখবেন ম্যাচ?

ফ্রিতে ইস্টবেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ দেখতে পাবেন টিভিতে। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ম্যাচের ইংরেজি ও হিন্দিতে দেখা যাবে স্পোর্টস ১৮-এ। বাংলা দেখা যাবে ডিডি বাংলায়। পাশাপাশি জিও সিনেমাতে সমস্ত ভাষাতেই ফ্রিতে দেখা যাবে এই ম্যাচ। 

Advertisement

                 

POST A COMMENT
Advertisement