পরিবারের সঙ্গে মেসি।-ফাইল ছবিআর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ‘দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’র অংশ হিসেবে শনিবার পৌঁছচ্ছেন হায়দরাবাদে। তাঁকে দেখার উন্মাদনায় শহর জুড়ে এখন উৎসবের আবহ। আর সেই উন্মাদনার মধ্যেই রয়েছে এক বিশেষ সুযোগ, মেসির সঙ্গে ছবি তোলার! তবে এই সুযোগ পাবেন মাত্র ১০০ জন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির সঙ্গে ছবি তুলতে চাইলে জনপ্রতি খরচ করতে হবে ৯.৯৫ লাখ টাকা। এই বিশেষ ফটোশুট হবে হায়দরাবাদের ঐতিহাসিক ফালাকনুমা প্যালেস হোটেলে। আগ্রহীরা অনলাইন অ্যাপের মাধ্যমে বুকিং করতে পারবেন।
শনিবার উপলের রাজীব গান্ধী স্টেডিয়ামে অনুষ্ঠানের শুরুতেই হবে একটি ২০ মিনিটের প্রদর্শনী ফুটবল ম্যাচ। যেখানে সিঙ্গারেনি আরআর-৯ দলের বিপক্ষে খেলবে অপর্ণা মেসি অল স্টারস। দুই দল মিলিয়ে মাঠে নামবে ১৫ জন শিশু ফুটবলার। শেষ পাঁচ মিনিটে অংশ নেবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
শুধু তাই নয়, শিশুদের ফুটবল কৌশল শেখাবেন মেসি, সুয়ারেজ ও রদ্রিগো দে পল। থাকবে ৫ মিনিটের একটি পেনাল্টি শুটআউটও। রাতটা হায়দরাবাদে কাটিয়ে রোববার সকালে তাঁরা রওনা দেবেন মুম্বইয়ের উদ্দেশে।
এদিকে, আজ মধ্যরাতে প্রথমে কলকাতায় নামছেন লিওনেল মেসি। সেখানে তাঁর ভাস্কর্য উন্মোচন করা হবে। যুবভারতী স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলার পর হায়দরাবাদ এবং এরপর মুম্বই হয়ে ট্যুরের শেষ গন্তব্য হবে দিল্লি। ১৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মেসির।