ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টেস্টে ধরশায়ী করেছে ভারত। এ বার দিল্লিতে দ্বিতীয় টেস্টে নামার পালা। সেটি শুরু হবে ১০ অক্টোবর। আর সেই টেস্টের আগেই ভারতীয় দলের প্রথম একাদশ নিয়ে চর্চা রয়েছে তুঙ্গে।
সূত্রের খবর, এই টেস্টে খেলতে নাও পারেন ভারতের এক নম্বর ফাস্ট বোলার জসপ্রিত বুমরা। তাঁকে এই টেস্টে রেস্ট দেওয়া হতে পারে। তিনি যাতে অস্ট্রেলিয়া সিরিজের আগে একবারে ফ্রেশ থাকেন, সেটাই নিশ্চিত করতে চাইছে বোর্ড।
প্রসঙ্গত, আহমেদাবাদে অনুষ্ঠিত প্রথম টেস্টে খেলেছেন বুমরা। তিনি দারুণ বলও করেছেন। যার ফলে ধরাশায়ী হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং। কিন্তু তার পরও বুমরাকে সেকেন্ড টেস্ট খেলানো হবে না।
আসলে ভারতীয় দলের অলিখিত বোলিং লিডার হলেন বুমরা। তার ওয়ার্ক লোড নিয়ে বারবারই কথা হয়েছে। এই প্রিমিয়াম ফাস্টবোলারকে যে অতিরিক্ত চাপ নিতে হচ্ছে, সেটাও মাথায় রেখেছে ভারতীয় বোর্ড। আর এই কারণেই বুমরাকে বেশি খেলানো হচ্ছে না। তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে মাঝে মাঝেই।
তার বদলে কে আসছেন দলে?
বুমরাকে অস্ট্রেলিয়ার সামনে চাঙ্গা দেখতে চায় ভারতীয় দল। তার বদলে নতুন কোনও প্রতিভাকে দেওয়া হতে পারে চান্স। আর সেই তালিকায় প্রথমেই নাম আসছে প্রসিদ্ধ কৃষ্ণার। তাঁকে প্রথমবারের জন্য ভারতীয় টেস্ট দলের জার্সি পরে ঘরে টেস্ট খেলতে দেখা যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
দেবদত্ত পাড়িক্কল কি পাবে চান্স?
ভারত বর্তমানে ৩ অলরাউন্ডার নিয়ে খেলছে। পরের বছর ভারত যখন নিউজিল্যান্ডে যাবে, তখন তারা রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারবে না। ওয়াশিংটন সুন্দরকেও বাইরে বসতে হতে পারে। তাই ভারতের এমন খেলোয়াড় দরকার যে ৬ নম্বরে খেলতে পারে। জাদেজা বর্তমানে এই ভূমিকা পালন করছেন। তবে তিনি শীঘ্রই অবসর নিতে পারেন। আর ও দিকে করুণ নায়ার ইংল্যান্ডে এই ভূমিকায় সফল হননি। তাই ভারতীয় দলের এখন ৬ নম্বর পজিশনে দেবদত্ত পড়িক্কলকে জায়গা করে দেওয়া উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এগুলি সবই অনুমান। নিদির্ষ্ট করে কিছুই বলা যাচ্ছে না। তাই টেস্ট শুরু হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া সত্যিই গতি নেই।