India vs England 1st ODI: একাই ৬ উইকেট বুমরার, প্রথম একদিনের ম্যাচে ১১০ রানেই শেষ ইংল্যান্ড

মাত্র সাত ওভার দুই বল করে ছ'টি উইকেট নেন তিনি। পাশপাশি তিন উইকেট নেন মহম্মদ শামি। এক উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় বোলারদের দাপটে ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সাত ওভারে ৩১ রান দেন শামি। বুমরা দেন মাত্র ১৯ রান। ৫ ওভারে ২৬ রান দেন প্রসিদ্ধ কৃষ্ণ।  

Advertisement
একাই ৬ উইকেট বুমরার, প্রথম একদিনের ম্যাচে ১১০ রানেই শেষ ইংল্যান্ড জসপ্রীত বুমরা

বিধ্বংসী ফর্মে জসপ্রীত বুমরা। প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে তাদের মাঠেই তুলে নিলেন ছ'টি উইকেট। মাত্র সাত ওভার দুই বল করে ছ'টি উইকেট নেন তিনি। পাশপাশি তিন উইকেট নেন মহম্মদ শামি। এক উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ভারতীয় বোলারদের দাপটে ১১০ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। সাত ওভারে ৩১ রান দেন শামি। বুমরা দেন মাত্র ১৯ রান। ৫ ওভারে ২৬ রান দেন প্রসিদ্ধ কৃষ্ণ।  

একটা সময় ৬৮ রানে আট উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ে যায় ইংল্যান্ড। তাদের হয়ে সবচেয়ে বেশি রান জস বাটলারের। ৩২ বলে ৩০ রান করে আউট হন তিনি। ডেভিড উইলি২৬ বলে ২১ রান করেন। এছাড়া কেউই তেমন রান করতে পারেননি। ইংল্যান্ডের চার ব্যাটার ০ রানে আউট হয়ে ফেরেন। ৫ বল খেললেও ০ রানে আউট হন জেসন রয়। ২৯ বল খেললেও মাত্র ৭ রান করে আউট হন জনি বেয়ারস্টো। ব্যর্থ রয়েছেন জো রুট ও বেন স্টোকস। গোল্ডেন ডাকে আউট হন স্টোকস। ২ বল খেললেও রান করতে পারেননি রুট। ৮ বল খেলে ০ রানেই আউট হন লিয়াম লিভিংস্টোন।

১৮ বলে ১৪ রান করে আউট হন মঈন আলি। সাত বলে আট রান করে আউট হন ক্রেগ ওভারটন।  ব্রেডন ২৬ বল খেলে ১৫ রান করে আউট হন। সাত বলে ৬ রান করে আউট হয়ে যান টপলে। গোটা ইনিংসে মাত্র ১৬ টা চার মেরেছেন ইংল্যান্ডের ব্যাটাররা। ৯ রান অতিরিক্ত দেন ভারতের বোলাররা।   

POST A COMMENT
Advertisement