scorecardresearch
 

Women World Cup 2022: বিশ্বকাপে ৩৯ উইকেট! যুগ্ম সর্বোচ্চ উইকেট প্রাপক ঝুলন

নিউজিল্যন্ডের বিরুদ্ধে দারুণ বল করেছেন পূজা ভস্ত্রাকার। ১০ ওভারে ৩৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি। রাজেশ্বরী গায়কোয়াড ১০ ওভারে ৪৬ রান দিয়ে দুই উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা। আট ওভারে ৫২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড।

Advertisement
ঝুলন গোস্বামী ঝুলন গোস্বামী
হাইলাইটস
  • নিউজিল্যান্ডে চলছে আইসিসি মহিলা বিশ্বকাপ
  • ঝুলন গোস্বামী যুগ্ম সর্বোচ্চ উইকেট প্রাপক

দরকার ছিল মাত্র দুটি উইকেট। বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক উইকেট পেয়ে প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার লিন ফুলস্টনের সঙ্গে এক আসনে বসলেন ঝুলন (Juhulan Goswami)। বিশ্বকাপের মঞ্চে দুই জনেরই সংগ্রহে ৩৯টি উইকেট। ঝুলন ৩০ ম্যাচে ৩৯ টি উইকেট নিয়েছেন। নিউজিল্যান্ড ইনিংসের একেবারে শেষ ওভারে ক্যাটে মার্টিনকে বোল্ড করেন ঝুলন। ইনসুইং ইয়র্কারে বোল্ড করেন ঝুলন। ৫১ বলে ৪১ রান করে আউট হন মার্টিন। ঝুলন এই ম্যাচে নয় ওভারে ৪১ রান করে এক উইকেট নেন। তিনি একটি ওভার মেডেনও করেন।

নিউজিল্যন্ডের বিরুদ্ধে দারুণ বল করেছেন পূজা ভস্ত্রাকার। ১০ ওভারে ৩৪ রান দিয়ে চার উইকেট নেন তিনি। রাজেশ্বরী গায়কোয়াড ১০ ওভারে ৪৬ রান দিয়ে দুই উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা। আট ওভারে ৫২ রান দিয়ে একটি উইকেট নেন তিনি। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ২৬০ রান করে নিউজিল্যান্ড।

প্লেয়ার দেশ ম্যাচ উইকেট
লিন ফুলস্টোন অস্ট্রেলিয়া ২০ ৩৯
ঝুলন গোস্বামী ভারত ৩০ ৩৯
ক্যারল হজেস ইংল্যান্ড ২৪ ৩৭
ক্লেয়ার টেলর ইংল্যান্ড ২৬ ৩৬
ক্যাথরিন ফিটজপ্যাট্রিক অস্ট্রেলিয়া ২৫ ৩৩


 একদিনের ক্রিকেটে ২৫০ উইকেটের কাছাকাছি ঝুলন। দারকার মাত্র দুটি উইকেট। বুধবার ইংল্যান্ডের মেয়েদের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলবে ভারতের মেয়েরা। সেই ম্যাচেই দুটি রেকর্ড গড়ার সুযোগ থাকবে ঝুলনের সামনে। ঝুলন তাঁর কেরিয়ারে ১২টি টেস্ট, ১৯৭টি ওয়ানডে এবং ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তিনি টেস্টে ৪৪ টি উইকেট, একদিনের ক্রিকেটে ২৪৮ টি উইকেট নিয়েছেন। ঝুলন এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫৬টি সাফল্য অর্জন করেছেন। 

Advertisement

Advertisement