john Cena WWE রিংয়ে আর দেখা যাবে না জি সিনাকে। শনিবার রাতে শেষবারের মতো রিংয়ে নামেন তিনি। তবে বিদায় রজনী ভালো কাটেনি কিংবদন্তির। জীবনের শেষ প্রফেশনাল ম্যাচে হেরে যান তিনি। তবে ম্যাচ শেষের পরে আবেগপ্রবণ হয়ে পড়েন ওই কুস্তিগীর। দর্শকদের স্যালুট জানান তিনি। কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁকে সমর্থনের জন্য।
জীবনের শেষ ম্যাচে গান্থারের বিরুদ্ধে নেমেছিলেন সিনা। তবে ট্যাপ আউট করে তাঁকে রিং ছাড়তে হয়। ট্যাপ আউট তখনই হয়, যখন কোনও কুস্তিগীর বিপক্ষের আঘাতে বা অজ্ঞান হয়ে বা শ্বাসরোধের আশঙ্কায় আত্মসমর্পণ করেন। সম্ভবত গত ২০ বছরের মধ্যে সিনা এই প্রথম এমন পরাজয়ের মুখে পড়লেন।
ম্যাচ শেষে কিংবদন্তি কুস্তিগীররা জন সিনাকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য অভিনন্দন জানান। একটি আবেগঘন ভিডিও প্যাকেজ চালানো হয়। তারপর মাইক হাতে দর্শকদের ধন্যবাদ জানান সিনা। জানান, এত বছর ধরে দর্শকরা তাঁকে সম্মান ও ভালোবাসা দিয়েছেন। তা সম্মানের। তারপর মঞ্চ ছাড়েন।
সিনাকে সংবর্ধনা জানাতে কার্ট অ্যাঙ্গেল, মার্ক হেনরি, রব ভ্যান ড্যামের মতো কুস্তিগীররা রিংয়ে এসেছিলেন। দ্য রক এবং কেনের মতো কিংবদন্তিরাও সিনাকে তাঁর ফাইনাল ম্যাচের আগে শুভেচ্ছা জানিয়েছিলেন। পুরো শোজুড়ে, সিনার কেরিয়ার ও কৃতিত্ব তুলে ধরা হয়।
তবে ম্যাচে নেমে এদিন গান্থারের বিরুদ্ধে প্রথম থেকেই বেশ বিপাকে পড়তে হয় সিনাকে। মাঝে একবার গান্থার বিপদে পড়লেও তা সামলে নিয়ে কুপোকাত করেন প্রতিপক্ষকে।
WWE তে ২০০২ সালে কেরিয়ার শুরু করেছিলেন জন সিনা। WWE চ্যাম্পিয়নশিপে সবথেকে বেশি জয়ের রেকর্ড তাঁরই। ১৭ বার জিতেছেন তিনিয তবে কুস্তিতেই সীমাবন্ধ থাকেননি। একাধিক হলিউড ছবিতেও কাজ করেছেন। বইও লিখেছেন।