scorecardresearch
 

ATK Mohun Bagan vs SC East Bengal: এসসি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখেননি, ডার্বির আগে দাবি ফেরান্দোর

হুয়ান ফেরান্দো বলেন, ''এখনও এসসি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখিনি। ওরা কি কৌশল নিয়ে খেলবে তা আমার জানা নেই। আমার লক্ষ্য শুধু নিজের দলের পারফরম্যান্স। নিজেরা কী ভাবে উন্নতি করতে পারব সেই দিকেই খেয়াল রাখছি।''

Advertisement
হুয়ান ফেরান্দো ছবি সৌজন্যে: এটিকে মোহনবাগান হুয়ান ফেরান্দো ছবি সৌজন্যে: এটিকে মোহনবাগান

পরপর দুই ম্যাচ ড্র। শনিবার এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলতে নামার আগে এটাই এটিকে মোহনবাগানকে (ATK Mohun Bagan) কিছুটা পিছিয়ে রাখছে। তবে তা নিয়ে ভাবছেন না এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো। তাঁর লক্ষ্য কেবল তিন পয়েন্ট। এই তিন পয়েন্ট পেলে লিগ টেবিলের চার নম্বরে উঠে যাবে সবুজ-মেরুন শিবির। সেই কারণে তিন পয়েন্ট ছাড়া আর কিছুই ভাবতে চাইছেন না এটিকে মোহনবাগান কোচ। কোচিং জীবনে প্রথম কলকাতা ডার্বি খেলতে নেমে ফেরান্দো জানালেন, তিনি নাকি এখনও এসসি ইস্টবেঙ্গলের(SC East Bengal) কোন খেলাই দেখেনি। এটা তাঁর কৌশল কিনা জানা নেই। তবে এটা সত্যি যে, লিগ টেবিলের একেবারে শেষে থাকা ইস্টবেঙ্গলকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না এটিকে মোহনবাগান কোচ। 

হুয়ান ফেরান্দো বলেন, ''এখনও এসসি ইস্টবেঙ্গলের একটাও ম্যাচ দেখিনি। ওরা কি কৌশল নিয়ে খেলবে তা আমার জানা নেই। আমার লক্ষ্য শুধু নিজের দলের পারফরম্যান্স। নিজেরা কী ভাবে উন্নতি করতে পারব সেই দিকেই খেয়াল রাখছি।''

হায়দ্রাবাদ এফসি এবং ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করলেও ঘাবড়ানোর কিছু নেই বলেই মনে করেন এটিকে মোহনবাগান কোচ। এবার যদিও এসি ইস্টবেঙ্গলের উদাহরণ টেনে তিনি বলেন, ''আমাদের দলে ধারাবাহিকতার অভাব নেই। গত দুই ম্যাচে প্রচুর সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। উল্টো দিকে এসসি ইস্টবেঙ্গলকে দেখুন, একটা ম্যাচ জিতে তার পরের ম্যাচেই আবার চার গোল হজম করেছে। আমরা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখেছি।''

আরও পড়ুন: ডার্বি জয়ের পুরনো ভিডিও দেখিয়েই দলকে তাতাচ্ছেন রিভেরা


ওড়িশা এফসি বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন রয় কৃষ্ণ। ডার্বিতে অত্যন্ত সফল হলেও শনিবারের ম্যাচে তিনি খেলবেন কি না তা খোলাসা করেননি ফেরান্দো। তিনি বলেন, ''রয় কৃষ্ণা খেলবে কিনা এখনই বলা যাচ্ছে না। কোভিডের কারণে সকলেই ঘরের মধ্যে বন্দি ছিল। এই অবস্থায় ওকে খেলানোটা ঝুঁকির হতে পারে। আমরা ওকে দুই-তিন সপ্তাহ মাঠের বাইরে দেখতে চাই না। তবে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অবশ্যই চাই।''

Advertisement

দলে ফেরত আসতে পারেন হুগো বুমোস। যদিও ডার্বিতে শুরু থেকে তাঁকে খেলবেন কিনা সে বিষয়ে খোলাসা করেননি এটিকে মোহনবাগান কোচ। সমস্ত বিদেশি খেলার মতো জায়গায় রয়েছেন। শুধু এই টুকুই জানিয়েছেন তিনি। 

Advertisement