পঞ্জাব কিংস এর বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস জিতে যাওয়ায় আরো বেশি সমস্যায় পড়লে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শ্রেয়াস আইয়ার (Shreyash Iyer) প্লে-অফে ওঠার অঙ্ক আরও জটিল হয়ে গেল। এই জয়ের ফলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে প্রথম চারে ঢুকে পড়ল দিল্লি।
কোন অঙ্কে প্লে অফ
ইতিমধ্যেই গুজরাত টাইটান্সের পাশাপাশি প্লে অফে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলেছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস। ১৩ ম্যাচে ২০ পয়েন্ট গুজরাতের। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্টে রয়েছে রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে কেকেআর। আরসিবি ও দিল্লি দুই দলই ১৪ পয়েন্ট নিয়ে চার ও পাঁচ নম্বরে। তাদের হাতে রয়েছে আরও একটি করে ম্যাচ। এখন কলকাতাকে প্লে অফে যেতে হলে বৃহস্পতিবার বিরাটদের হারতে হবে গুজরাতের বিরুদ্ধে। আর শনিবার দিল্লিকেও হারতে হবে মুম্বইয়ের বিরুদ্ধে। সেই সঙ্গে বুধবার শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে কলকাতাকে জিততে হবে।
সহজেই জিতল দিল্লি
এদিন দাপট দেখালেন দিল্লি ক্যাপিটালস বোলাররা। শার্দুল ঠাকুর একাই নিলেন চার উইকেট। অক্ষর প্যাটেল নিলেন ৩ উইকেট। দারুন বল করলেন কুলদীপ যাদবও।
টসে জিতে দিল্লিকে প্রথমে ব্যাট করতে পাঠান মায়াঙ্ক আগারওয়াল। শুরুতেই ধাক্কা খায় তারা। প্রথম বলেই আউট হন ডেভিড ওয়ার্নার। কিন্তু তারপর নিজেদের উইকেট সামলে প্রতি আক্রমণের রাস্তায় হাঁটতে শুরু করেন সরফরাজ খান ও মিচেল মার্শ। ১৬ বলে ৩২ রান করে আউট হন সারফারাজ। অর্ধশত রান করেন মার্শ। ৬৩ রান করে আউট হন তিনি। কুড়ি ওভারের ১৫৯ রান তোলে দিল্লি।
আরও পড়ুন: রঞ্জিতে বাংলা দলে ঋদ্ধিমান-শামি, ঝাড়খণ্ডের বিরুদ্ধেই মাঠে দুই মহারথী?
আরও পড়ুন: পাকিস্তানি ক্রিকেটার কাইনাতের ক্রিকেট থিমে প্রিওয়েডিং ফটোশ্যুট, PHOTOS
জবাবে শুরুটা ভাল করলেও পাওয়ার প্লেতে ৩ উইকেট খুইয়ে বসে পঞ্জাব। ভানুকা রাজাপক্ষে ও শিখর ধাওয়ানকে আউট করে পঞ্জাবকে সমস্যায় ফেলে দেন শার্দুল। শেষদিকে জিতেশ শর্মা ও রাহুল চাহার চেষ্টা করলেও জেতাতে পারেননি। ১৪২ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।