scorecardresearch
 

India VS South Africa 1st Test KL Rahul: বক্সিংডেতে জ্বলে ওঠেন রাহুল, 'কঠিন' সেঞ্চুরিয়ানে শতরান করে রেকর্ড কেএল-এর

সেঞ্চুরিয়ানে আবারও সফল কেএল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। বল স্যুইং থাকায় এবং তার সঙ্গে বাউন্স থাকায় উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। এর মধ্যেই সেঞ্চুরি করে ভারতীয় দলকে দারুণ জায়গায় নিয়ে যান টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার। 

Advertisement
কেএল রাহুল কেএল রাহুল

সেঞ্চুরিয়ানে আবারও সফল কেএল রাহুল (KL Rahul)। দক্ষিণ আফ্রিকার (India VS South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট চাপে পড়ে গিয়েছিল টিম ইন্ডিয়া (Team India)। বল স্যুইং থাকায় এবং তার সঙ্গে বাউন্স থাকায় উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। এর মধ্যেই সেঞ্চুরি করে ভারতীয় দলকে দারুণ জায়গায় নিয়ে যান টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটার। 

একটা সময় ১২১ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারতীয় দল। সেখান থেকে লড়াই করে ভারতের রান শুধু ২৪৫-এ পৌঁছে দেওয়াই নয়, টেলেন্ডারদের আগলে রেখে রান করে যেতে থাকেন রাহুল। ১৩৭ বলে ১০১ রান করে তিনি আউট হতেই শেষ হয়ে যায় ভারতীয় দলের ইনিংস। তাঁর সঙ্গে খেলে গেলেও মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা বা প্রশিদ্ধ কৃষ্ণাকে সেভাবে বল ফেস করতে হয়নি। কর্টজের বলে ছক্কা মেরে সেঞ্চুরি সেরে ফেলেন ভারতের এই মিডল অর্ডার ব্যাটার। তা বলে যে কোনও বলে হাত খুলে চালাননি। বাজে বল পেলে রেয়াতও করেননি। চার-ছক্কায় সমর্থকদের মন কেড়েছেন।

একদিনের ক্রিকেটে এক বছরে ১০০০ রান করার পর টেস্টেও দারুণ ছন্দে রাহুল। গত বছর আইপিএল-এর সময় চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। চার মাস মাঠের বাইরে থাকার পর, এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে ফেরেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। টেস্টে ভাল খেলতে না পারায় মার্চ মাসেই বাদ পড়েছিলেন। এরপর ওপেনিং ছেড়ে মিডল অর্ডারে ফিরে আসতেই সেঞ্চুরি রাহুলের। তাঁর ইনিংসে ছিল ১৪টা চার ও চারটে ছক্কা। প্রায় ২০০ মিনিট ক্রিজে ছিলেন রাহুল। 

আরও পড়ুন

ভারতীয় ব্যাটার হিসেবে দারুণ একটা রেকর্ড গড়ে ফেললেন রাহুল। প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরিয়ানে দু'টি সেঞ্চুরি হয়ে গেল তাঁর। ভারতীয় দল যদি এই টেস্ট জিতে যায় তা হলে ম্যাচের সেরা হওয়ার দাবিবার হতেই পারেন রাহুল।   

Advertisement

Advertisement