scorecardresearch
 

India vs Australia 2nd Test: লাগাতার ব্যর্থ ওপেনার রাহুল, গিলকে ফিরিয়ে আনার দাবি ফ্যানদের

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থ হলেন ভারতের ওপেনার কেএল রাহুল (KL Rahul)। নাগপুর টেস্ট জিতে ইরিমধ্যেই ভারতীয় দল (Team India) ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে। তবুও ভারতের চিন্তার কারণ, রাহুলের ব্যাটিং।

Advertisement
কেএল রাহুল, শুভমন গিল কেএল রাহুল, শুভমন গিল
হাইলাইটস
  • বারেবারে ব্যর্থ হচ্ছেন কেএল রাহুল
  • সুযোগ পাবেন গিল?

অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থ হলেন ভারতের ওপেনার কেএল রাহুল (KL Rahul)। নাগপুর টেস্ট জিতে ইরিমধ্যেই ভারতীয় দল (Team India) ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গিয়েছে। তবুও ভারতের চিন্তার কারণ, রাহুলের ব্যাটিং। টেস্ট ক্রিকেটে নিজের ছাপ ফেলতে ব্যর্থ রাহুল। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৪১ বল খেলে মাত্র ১৭ রান করে আউট হন তিনি। তাঁর উইকেট নিয়ে ভারতকে প্রথম ধাক্কা দেন নাথান লায়ন (Nathan Lyon)।

ছন্দে থাকা গিল সুযোগ পাচ্ছেন না
এখনও অবধি ৪৬টি টেস্ট খেলে ফেলেছেন রাহুল। তবুও ধারাবাহিকতা দেখা যায়নি তাঁর ব্যাট থেকে। তাঁর গড় ৩৪.০৭। অন্যদিকে ফর্মে থাকলেও বাদ পড়তে হয়েছে ভারতের আরেক ওপেনার শুভমন গিলকে (Subhman Gill)। গিলের জায়গায় রাহুলের দলে থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেট ফ্যানরা। দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাট করতে না পারলে বাকি দুই টেস্ট থেকে বাদ পড়তে হতে পারে ভারতের এই ওপেনারকে।

আরও পড়ুন: নাস্তানাবুদ অজি ব্যাটাররা; ইমরানের রেকর্ড ভাঙলেন জাদেজা, নজির অশ্বিনেরও

কীভাবে আউট হলেন রাহুল?
আঠেরোতম ওভারের প্রথম বলেই আউট হন রাহুল। এলবি ডাব্লিউ করেন লায়ন। মাঝ বরাবর বলটা দারুণ ভাবে টস আপ করেন লায়ন। রাহুল এগিয়ে গিয়ে ডিফেন্স করতে গেলে বল মিস করেন তিনি। তাঁর প্যাডে লাগে বল। বল প্যাডে না লাগলে সরাসরি লেগ স্টাম্পে আঘাত করতে পারত। আউট দিয়ে দেন আম্পায়ার নীতিন মেনন।  

  

আরও পড়ুন: ছিটকে গেলেন ওয়ার্নার, দ্বিতীয় টেস্টে বড় ধাক্কা অজিদের, পরিবর্ত কে?

দারুণ বল করছেন লায়ন
একাই ভারতের চার উইকেট তুলে নিয়েছেন লায়ন। শুরুতে রাহুলকে আউট করার পর, ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও (Rohit Sharma) ফেরান অজি অফস্পিনার। শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পূজারাকেও (Cheteswar Pujara) ০ রানেই আউট করেন লায়ন। শ্রেয়াস আইয়ারকেও (Shreyas Iyer) আউট করেন তিনি। দারুণ ক্যাচ ধরেন পিটার হ্যান্ডসকম্ব। ১৫ বলে ৪ রান করে আউট হন শ্রেয়াস। 

Advertisement