রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের (RFDL) ডার্বিতে আজ অর্থাত্ শুক্রবার মুখোমুখি মোহনবাগান (Mohun Bagan) বনাম ইস্টবেঙ্গল (East Bengal)। নৈহাটি স্টেডিয়ামে (Naihati Stadium), বিকেল ৪টেয় খেলতে নামছে সবুজ মেরুন এবং লাল হলুদ।
ইতিমধ্যেই, পরের রাউন্ডে পৌঁছে গেছে দুই দলই। কিন্তু তাও কলকাতা ডার্বি (Kolkata Derby) বলে কথা। সুতরাং, সমর্থকদের মধ্যে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ম্যাচ। প্রসঙ্গত, এই টুর্নামেন্টে দুই দলের পারফরম্যান্সই বেশ ভালো জায়গায় রয়েছে। মোহনবাগান সিনিয়র দল আইএসএল (ISL) জিতেছে, কিন্ত ইস্টবেঙ্গল অবস্থা তথৈবচ। ডুরান্ড (Durand Cup) হোক বা আইএসএল কিংবা কলকাতা লিগ (CFL), কোনও প্রতিযোগিতাতেই ভালো ফল করতে পারেনি তাঁরা। সদ্য শেষ হওয়া সুপার কাপেও (Super Cup) খালি হাতে ফিরতে হয়েছে তাঁদের। তবে মহিলাদের ফুটবলে (Women Football) ভালো ফল করেছে ইস্টবেঙ্গল। কন্যাশ্রী কাপে (Kanyashree Cup) জয় পায় লাল হলুদ এবং তারপর এই ডেভেলপমেন্ট লিগের পরের রাউন্ডে পৌঁছেছে তাঁরা।
আরও পড়ুন: East Bengal: আবার হার ইস্টবেঙ্গলের, এবার I-League-এর সেকেন্ড ডিভিশন থেকেও বিদায়
ডেভেলপমেন্ট লিগে, এর আগের ডার্বি অবশ্য ড্র হয় ১-১ গোলে। আর এই প্রতিযোগিতায়, সবুজ মেরুন জার্সি গায়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সুহেইল (Suhail)। আগের ম্যাচে, মহামেডানের (Mohammedan Sporting) বিরুদ্ধে গোল পান নিংগোমবাম এংসন সিং (Ningombam Engson Singh)। এই গোটা লিগে, তাঁর পারফরম্যান্স বেশ নজরকাড়া। সেইসঙ্গে রিকি স্যাবং (Ricky Shabong), নংদাম্বা (Nongdamba), ফারদিন আলি মোল্লা (Fardin Ali Molla) এবং টাইসন (Taison) বেশ ভালো খেলছেন। ফলে বোঝাই যাচ্ছে যে, সবুজ মেরুন ব্রিগেডের ছোটরা বেশ শক্তিশালি।
আরও পড়ুন: East Bengal: কাটমানির জন্য স্যালারির থেকে কম টাকা দিত ইস্টবেঙ্গল? বিস্ফোরক ডগলাস
অন্যদিকে, লাল হলুদের ছোটরাও পিছিয়ে নেই। গোলকিপার আদিত্য পাত্র (Aditya Patra) দুরন্ত ছন্দে আছেন। এমনকি, পেনাল্টিও সেভ করেছেন এই লিগে। এছাড়াও অর্পণ পোলে (Arpan Polley), মহম্মদ রোশল (Muammed Roshal PP), শ্যামল বেসরা (Shyamal Besra) এবং সৌরভ বিশ্বাস (Sourav Biswas) সহ একাধিক খেলোয়াড় এই দলে রয়েছেন যারা যেকোনও মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। অতএব একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে বলেই আশা করছেন ফুটবলপ্রেমীরা।
আর এই ম্যাচকে কেন্দ্র করে, সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিটের ব্যাবস্থা রাখা হয়েছে। বাংলার ফুটবল নিয়ামক সংস্থা আইএফএ (Indian Football Association), তাঁদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই কথা জানিয়েছে। স্টেডিয়াম কর্তৃপক্ষের পক্ষ থেকেই সমস্ত টিকিট দেওয়া হবে। তবে আগে এলে আগে পাবেন ভিত্তিতেই, টিকিট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
প্রতিবেদক: শুভঙ্কর দাস