ডার্বি (Kolkata Derby) এলেই মোহনবাগান ও ইস্টবেঙ্গল (East Bengal vs Mohun Bagan) দুই দলের সমর্থকদের মুখে মুখে ফেরে একটা স্লোগান। ‘যতবার ডার্বি, ততবার হারবি।‘ যুবভারতীতে দুই দলের ম্যাচ হলে অনেকসময় টিফোতেই দেখা যায় এই স্লোগান। তবে এই জনপ্রিয়
স্লোগান এল কোথা থেকে?
প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক বিপ্লব দাসগুপ্ত বলেন, ‘এটা আগে ছিল না। হাল আমলে এই স্লোগান শুনছি। পরপর ইস্টবেঙ্গল হারার পর, মোহনবাগান সমর্থকদের মুখে শোনা যাচ্ছিল এই স্লোগান। আমাদের সময়, এমনটা ছিল না।‘ টানা আট ডার্বি হারের পর, মোহনবাগানকে হারিয়েছে ইস্টবেঙ্গল। এবার ইস্টবেঙ্গল সমর্থকদের মুখেও শোনা যাচ্ছে এই একই স্লোগান। ডুরান্ডের গ্রুপ পর্বে নন্দাকুমারের গোলে ইস্টবেঙ্গলের কাছে ১-০ গোলে হারে জুয়ান ফেরান্দোর দল। তবে এই ম্যাচ হেরে গেলেও ঘুরে দাঁড়িয়েছে দল। এএফসি কাপে মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে। রবিবারের ডার্বি ম্যা্চের আগে তাই কিছুটা স্বস্তি বাগান কোচের। তবে পরপর ম্যাচ খেলতে হওয়ায় ধকল সামলাতে সমস্যা হতে পারে। জুয়ানকে এটাই চিন্তায় রাখছে।
ডুরান্ড ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে মেগা ডার্বিতে কার্ড সমস্যার জেরে খেলতে পারছেন না মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। বেশ অভিজ্ঞ এই ফুটবলরকে ছাড়াই নামতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে। মিডফিল্ডে বাড়তি দায়িত্ব নিতে হবে নাওরেম মহেশ সিংদের। দলে শুরু থেকে হয়ত খেলবেন না ক্লেইটন সিলভাও। পরে ভারতে আসায়, এখনও পুরোপুরি ফিট হতে পারেননি স্ট্রাইকার ক্লেইটন সিলভা। ডার্বিতে শুরু থেকে তাঁকে নাও খেলানো হতে পারে।
পরিবর্ত হিসেবে বেশ কিছু ম্যাচে নামলেও এখনও গোল পাননি ক্লেইটন। তাই রবিবারের বড় ম্যাচে নামার আগে সর্তক লাল-হলুদ কোচ। নিজেদের দল তৈরি হলেও স্পেনের কোচ অবশ্য মেনে নিয়েছেন, এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। কুয়াদ্রাতের কথায় মোহনবাগান ডার্বি হারের পর অনেক বদলে গিয়েছে। ডুরান্ড এবং এএফসি কাপে অনেকগুলি ম্যাচ খেলে পরিণত হয়েছে মোহনবাগান।