scorecardresearch
 

Kolkata Derby: ডার্বির সকালে শহরে ক্লেইটন, গোলমেশিনকে নামাবেন ইস্টবেঙ্গল কোচ?

ডার্বির (Kolkata Derby) দিন শহরে পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা (Cleiton Silva)। আজ মরশুমের প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে (Durand Cup) ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মরশুমের প্রথম বড় ম্যাsচ নিয়ে উত্তেজনার পারদ ফুটছে। নয়ে নয় করতে মরিয়া সবুজ মেরুন। ওপর দিকে নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের অন্যতম সৈনিক ক্লেইটন। 

Advertisement
পরিবারের সঙ্গে ক্লেইটন সিলভা পরিবারের সঙ্গে ক্লেইটন সিলভা

ডার্বির (Kolkata Derby) দিন শহরে পৌঁছে গেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) তারকা স্ট্রাইকার ক্লেইটন সিলভা (Cleiton Silva)। আজ মরশুমের প্রথম ডার্বি। যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে (Durand Cup) ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal) মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। মরশুমের প্রথম বড় ম্যাsচ নিয়ে উত্তেজনার পারদ ফুটছে। নয়ে নয় করতে মরিয়া সবুজ মেরুন। ওপর দিকে নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের হাত ধরে ঘুরে দাঁড়াতে মরিয়া লাল-হলুদ। ইস্টবেঙ্গলের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ের অন্যতম সৈনিক ক্লেইটন। 

মরশুমের প্রথম বড় ম্যা।চে কি ক্লেইটনকে নামানো হবে? সেটাই এখন বড় প্রশ্ন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে। কার্লেস কুয়াদ্রাত ব্রাজিলীয় স্ট্রাইকারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডার্বি ম্যাচের দিন সকালে এলে তাঁকেও ব্যবহার করা হতে পারে। এখন দেখার লাল-হলুদের স্পেনীয় কোচ তাঁকে ব্যবহার করেন কিনা, তার হাতের অন্যতম সেরা অস্ত্রকে। ম্যাচের দিন সকালে আসায় তাঁকে দলে নাও নেওয়া হতে পারে। এমনটাই মনে করছেন লাল-হলুদ সমর্থকদের একাংশ। তবে এর আগেও এমন কাজ করেছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। জর্ডন এলসে কলকাতায় নামার পরেই ডুরান্ডের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে নামিয়ে দিয়েছিলেন তিনি।


ক্লেইটনের ক্ষেত্রেও এমনটা হতেই পারে। কারণ ডার্বি ম্যাচ সবসময়ই খুব গুরুত্বপূর্ণ। সেখানে সেরা অস্ত্রকে দলের বাইরে রাখতে চান না কোনও দলের কোচই। তবুও তাঁকে খেলানো নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। ধোঁয়াশা থাকছে মোহনবাগান জার্সিতে বিশ্বকাপার জেসন কামিন্সের অভিষেক নিয়েও।  
 

আরও পড়ুন

ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ
প্রভসুকান সিং গিল (গোলকিপার), জর্ডন এলসে, গুরসিমরত সিং, হরমনজ্যোত সিং খাবরা, সাউল ক্রেসপো, নাওরেম মহেশ সিং, নন্দকুমার, ভানলাল পেকা, জ্যাভিয়ের সীভেরিও, ক্লেটন সিলভা, জোস অ্যান্তোনিও পেদ্রো লুকাস 
মোহনবাগানের সম্ভাব্য একাদশ
বিশাল কাইথ (গোলকিপার), আশিস রাই, আনোয়ার আলী, ব্রেন্ডন হ্যামিল, অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস , লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, জেসন কামিন্স, শুভাশিস বোস, গ্লেন মার্টিন্স 

Advertisement

Advertisement