Kolkata Derby: আজ ইস্টবেঙ্গল-মহমেডান ডার্বি, লিগ জিততে আর কত পয়েন্ট দরকার লাল-হলুদের?

শুক্রবার ডার্বি (Kolkata Derby) কলকাতা লিগে (CFL 2024)। মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে এই ম্যাচ জিতে কলকাতা লিগ জেতার আরও কাছে চলে আসতে চায় বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। শুক্রবার নৈহাটিতে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের এই মাচে লাল-হলুদের অন্যতম ভরসা তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্নু সায়ন বন্দোপাধ্যায়, শ্যামল বেসরা। এই ছয় ফুটবলারকেই আইএসএলের জন্য নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল। 

Advertisement
আজ ইস্টবেঙ্গল-মহমেডান ডার্বি, লিগ জিততে আর কত পয়েন্ট দরকার লাল-হলুদের?east bengal

শুক্রবার ডার্বি (Kolkata Derby) কলকাতা লিগে (CFL 2024)। মহমেডান স্পোর্টিং-এর (Mohammedan Sporting) বিরুদ্ধে এই ম্যাচ জিতে কলকাতা লিগ জেতার আরও কাছে চলে আসতে চায় বিনো জর্জের ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। শুক্রবার নৈহাটিতে কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের এই মাচে লাল-হলুদের অন্যতম ভরসা তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিষ্নু সায়ন বন্দোপাধ্যায়, শ্যামল বেসরা। এই ছয় ফুটবলারকেই আইএসএলের জন্য নথিভুক্ত করিয়েছে ইস্টবেঙ্গল। 

আজ জিতলেই কি চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল?
১৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে রয়েছেন তন্ময়- জেসিনরা। আপাতত যা অঙ্ক, তাতে শেষ তিন ম্যাচে চার পয়েন্ট গেলেই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্টবেঙ্গল। ফলে এই ম্যাচ শুধু নয়, ট্রফি নিশ্চিত করতে আরও একটা ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে লাল-হলুদকে। ডায়মন্ডহারবার এফসি ছাড়া আর কেউই সেভাবে ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলতে পারবে না। আর সেখানে লিগ জয়ের দৌড় থেকে ছিটকে গিয়েছে মহমেডান। তবে এমন প্রতিপক্ষের বিরুদ্ধেও ঝুঁকি নিতে নারাজ কোচ বিনো। দলকে সেভাবেই তৈরি করেছেন তিনি। মহমেডানের লক্ষ্যও ইস্টবেঙ্গলকে হারিয়ে সম্মান রক্ষা। 

সকালে রিজার্ভ দলের সঙ্গে অনুশীলনের পর বিকালে সিনিয়র দলের প্র্যাকটিসেও হাজির ছিলেন তন্ময় দাস, জেসিন টিকে, আমন সিকে, পিভি বিশুদ্ধ সায়ন বন্দোপাধ্যায়, শ্যামল বেসরারা। শুরুতে প্রায় ৩০ মিনিট রিজার্ভ দলের কোচ বিনো জর্জ এবং এই ছয় ফুটবলারের সঙ্গে আলোচনা করেন কোচ কার্লেস কুয়াদ্রাত। শোনা যাচ্ছে, শুক্রবারের ম্যাচ নিয়েও কথা হয়েছে সেখানে। তবে আইএসএল-এর কথা মাথায় রেখে শুরু থেকেই তাদের খেলানো হবে কিনা তা এখনও জানা যায়নি। যে হারে চোট পাচ্ছেন ইস্টবেঙ্গলের মূল দলের ফুটবলাররা, তাতে ঝুঁকি নিতে চাইবেন না কার্লেস কুয়াদ্রাতরা।  

এবারের কলকাতা লিগে দারুণ ছন্দে ইস্টবেঙ্গল। এখনও একটাও ম্যাচ হারেনি বিনো জর্জের দল। এই অপরাজিত যাত্রা তারা এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা সেটাই এখন দেখার।   

Advertisement

POST A COMMENT
Advertisement