পরপর হার। প্রথমবার আইএসএল (ISL 2025) খেলতে নেমে তলানিতে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। দলের খেলায় ক্ষুব্ধ সমর্থকরা। এই অবস্থায় লিগ টেবিলের একেবারে শেষে থাকা ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে ডার্বি (Kolkata Derby) ম্যাচে নামতে চলেছে তারা। সেই ম্যাচের আগে দলের হাল ফেরাতে, ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী ক্রিকেটারকে নিয়ে আসার ভাবনা সাদা-কালো কর্মকর্তাদের।
কবে আসছেন সন্দীপ?
ম্যাচের ঠিক একদিন আগে অর্থাৎ শুক্রবার মহমেডান ফুটবলারদের সঙ্গে কথা বলার কথা সন্দীপ পাতিলের (Sandip Patil)। কলকাতায় এসে অ্যালেক্সিস গোমেসদের (Alexis Gomez) উদ্বুদ্ধ করাতে চাইছেন কর্তারা। মূলত বিনিয়োগকারী সংস্থার উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। আসলে হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে ৪-০ গোলে হারের পর দলের হেডকোচ আন্দ্রে চেরনিশভ হারের জন্য ক্লান্তিকেই দায়ি করেছেন। বলেন, 'আমাদের ফুটবলাররা ক্লান্ত ছিল। পরিকল্পনা অনুযায়ী কিছুই ঘটেনি।'
সুস্থ হচ্ছেন জোসেফ
মহমেডান শিবিরে স্বস্তির খবর, জোসেফ আদজাই ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দলের সঙ্গে রিহ্যাব শুরু করছেন। তবে লগ্নিকারী সংস্থার কর্তারা ইতিমধ্যে মেন্টাল কন্ডিশনিং কোচ (মানসিক স্বাস্থ্য সংক্রান্ত) নিয়োগের ব্যাপারে কোচের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন। সেই সঙ্গে দল কেন পরপর হারছে, সে ব্যাপারেও পর্যালোচনা চলবে। আগামী ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার ব্যাপারেও আগ্রহী মহমেডান।
এই ম্যাচ হারলেই জোরাল হবে কোচ বদলের দাবি
তবে ইস্টবেঙ্গলের মতো কোচ বদলের দাবি জোরাল হচ্ছে মহমেডানের ক্ষেত্রেও। পরপর হারে বিপর্যস্ত সাদা-কালো শিবির তাই আইএসএল-এ টানা ছয় ম্যাচ হারা ইস্টবেঙ্গল ম্যাচ থেকেই ঘুরে দাঁড়াতে মরিয়া। একই মনোভাব দেখা গিয়েছে রাশিয়ান কোচের মধ্যেও। ইতিমধ্যেই এএফসি চ্যালেঞ্জ লিগে দারুণ পারফর্ম করে আত্মবিশ্বাসের তুঙ্গে ইস্টবেঙ্গল। তারাও চাইছে আইএসএল-এ প্রথম জয় তুলে নিতে। এই পরিস্থিতিতে, শনিবারের ডার্বি ম্যাচে ডিফেন্স সামলেই আক্রমণের পথে হাঁটত চাইছে মহমেডান। আর ইস্টবেঙ্গলের লক্ষ্য হবে দ্রুত গোল তুলে সাদা-কালো শিবিরের উপর পাল্টা চাপ বাড়ানো।