scorecardresearch
 

Kolkata Derby Mohun Bagan VS East Bengal Update: ডার্বি জয় ইস্টবেঙ্গলের, সুপার কাপ থেকে ছিটকে গেল মোহনবাগান

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিতে জিততেই হবে মোহনবাগানকে (Mohun Bagan)। অন্যদিকে ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল (East Bengal)। কলিঙ্গ সুপার কাপের এই ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে ভুবনেশ্বরে। 

Advertisement
ইস্টবেঙ্গল দল ইস্টবেঙ্গল দল

সুপার কাপের (Super Cup 2024) ডার্বিতে জিততেই হবে মোহনবাগানকে (Mohun Bagan)। অন্যদিকে ড্র করলেই সেমিফাইনালে পৌঁছে যাবে ইস্টবেঙ্গল (East Bengal)। কলিঙ্গ সুপার কাপের এই ম্যাচ ঘিরে উত্তাপ বাড়ছে ভুবনেশ্বরে। 

বিদায় নিল মোহনবাগান

জেতা তো দূরের কথা, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-১ গোলে হেরেই বিদায় নিল মোহনবাগান। সুপার কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল। 

আবার গোল ইস্টবেঙ্গলের

ফের গোল ক্লেইটনের। ৩-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। ১০ মিনিটেরও কম সময়ে ৩ গোল দিতে হবে মোহনবাগানকে। 

২-১ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল

গোল ইস্টবেঙ্গলের। গোল করে দলকে এগিয়ে দিলেন নন্দাকুমার। কাজটা অনেক কঠিন হয়ে গেল মোহনবাগানের। ২টো গোল দিতে হবে মোহনবাগানকে।  

মাঠে নামলেন বিশ্বকাপার কামিন্স

গ্লেন মার্টিন্সের জায়গায় এলেন কামিন্স।

রাজ বাস্ফোরের জায়গায় রানা

হলুদ কার্ড খাওয়া রাজ বাস্ফোরকে তুলে রবি বাহাদুর রানাকে নামালেন মিরান্ডা। 

শুরু হল দ্বিতীয়ার্ধের ম্যাচ

দ্বিতীয়ার্ধে গোল করতেই হবে মোহনবাগানকে। ড্র রাখলেও সেমিফাইনালে চলে যাবে ইস্টবেঙ্গল। 

মিস করলেন পেত্রাতোস

বারে লাগল পেত্রাতোসের পেনাল্টি। বেঁচে গেল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের খেলা শেষ। ম্যাচের ফল ১-১। দ্বিতীয়ার্ধে গোল করতেই হবে মোহনবাগানকে। 

আবারও পেনাল্টি নিতে হবে পেত্রাতোসকে

পেনাল্টি থেকে গোল করলেও তা বাতিল হল। ফের পেনাল্টি হবে মোহনবাগানকে। 

পেনাল্টি নিয়ে নাটক 

পেনাল্টি বক্সের মধ্যে হাতে বল লাগিয়ে ফেললেন হিজাজি। হলুদ কার্ড দেখতে হল তাঁকে। পেনাল্টি পেল মোহনবাগান।

হলুদ কার্ড দেখলেন গ্লেন মার্টিন্স

৫০-৫০ চ্যালেঞ্জে সৌভিককে ফাউল করে হলুদ কার্ড দেখলেন গ্লেন। 

Advertisement

নিশ্চিত পেনাল্টি পেল না ইস্টবেঙ্গল

পেনাল্টি বক্সের মধ্যে নন্দাকুমারকে ফেলে দেন অভিষেক সূর্যবংশি। নিশ্চিত পেনাল্টি পেল না লাল-হলুদ। 

সমতা ফেরাল ইস্টবেঙ্গল

দুরন্ত ভলিতে সমতা ফেরাল ইস্টবেঙ্গল। গোল করলেন ক্যাপ্টেন ক্লেইটন। গোল করতেই হবে মোহনবাগানকে। 

গোল...

গোল উস্তের, কর্নার থেকে ১-০ গোলে এগিয়ে গেল মোহনবাগান। 

একের পর এক কর্নার পেয়ে যাচ্ছে মোহনবাগান

সুযোগ নষ্ট করছে মোহনবাগান

পাল্টা আক্রমণ ইস্টবেঙ্গলের

ভুল করে ফেলেছিলেন আর্শ আনোয়ার। কর্নার পেলেও গোল করতে পারল না ইস্টবেঙ্গল। 

গোল বাতিল

গোল করে ফেলেছিল মোহনবাগান। সাদিকু অফসাইডে থাকায় তা বাতিল হয়।

শুরু থেকেই আক্রমণে মোহনবাগান

গোল করতেই হবে সবুজ-মেরুনকে। আক্রমণে উঠে আসছেন মোহনবাগান ফুটবলাররা। 

মাঠে নেমে পড়ল দুই দল

দুই ফুটবলারকে পরিবর্তন করেছেন ক্লিফোর্ড। মোহনবাগান দলে অভিষেক সূর্যবংশী ও সাদিকু। ইস্টবেঙ্গল দলে এসেছেন সৌভিক। 

দুই দলে কারা?

ইস্টবেঙ্গল- প্রভসুকান সিং গিল (গোলরক্ষক), মহম্মদ রাকিপ, পার্দো, হিজাজি মেহের, নিশু কুমার, সউল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নন্দাকুমার, বোরহা হেরেরা, ক্লেইটন সিলভা, সিভেরিও টোরো।

মোহনবাগান- আর্শ আনোয়ার (গোলরক্ষক), আশিস রাই, ব্রেন্ডন, হেক্টর হেরেরা, রাজ বাস্ফোর, অভিষেক, গ্লেন মার্টিন্স, হুগো বুমোস, কিয়ান নাসিরি, আর্মান্দো সাদিকু, দিমিত্রি পেত্রাতোস।

 

Advertisement