Kolkata Derby Tickets: আজ থেকেই শুরু ডার্বির অফলাইন টিকিট বিক্রি, কখন কীভাবে পাবেন?

ISL Derby Tickets: ডার্বি (Kolkata Derby) ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হবে আজ থেকেই। ৮ মার্চ দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রিডিম করতে পারবেন সেই টিকিট। কোথা থেকে রিডিম করা যাবে টিকিট? 

Advertisement
আজ থেকেই শুরু ডার্বির অফলাইন টিকিট বিক্রি, কখন কীভাবে পাবেন?ইস্টবেঙ্গল ও মোহনবাগান
হাইলাইটস
  • আজ থেকেই অফলাইনে মিলবে ডার্বির টিকিট
  • কীভাবে কাটবেন?

ISL Derby Tickets: ডার্বি (Kolkata Derby) ম্যাচের অফলাইন টিকিট বিক্রি শুরু হবে আজ থেকেই। ৮ মার্চ দুপুর তিনটে থেকে পাওয়া যাবে ডার্বি ম্যাচের অফলাইন টিকিট। পাশাপাশি যারা অনলাইনে টিকিট কেটেছেন তারা রিডিম করতে পারবেন সেই টিকিট। কোথা থেকে রিডিম করা যাবে টিকিট? 

ডার্বির টিকিট কীভাবে হাতে পাবেন?
ইস্টবেঙ্গল সমর্থকরা ডার্বির টিকিট কাটতে পারবেন ক্লাব থেকেই। ক্লাবের জিম এরিয়া থেকে অনলাইন টিকিট রিডিম করা যাবে। পাশাপাশি অফলাইন টিকিটও পাওয়া যাবে ক্লাব থেকেই। পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের বক্স অফিস ১ থেকেও পাওয়া যাবে টিকিট। সেখান থেকে অনলাইন টিকিট রিডম ও অফলাইন টিকিট দুই পাওয়া যাবে। মোহনবাগান ক্লাব এই ডার্বির টিকিট বিক্রি করতে না চাওয়ায় ডার্বির টিকিট পাওয়া যাবে মহমেডান মাঠ থেকে। ক্লাবের বাইরে যেখানে আইপিএল-এর টিকিট দেওয়া হয়, সেখান থেকেই কাটা যাবে এই টিকিট। শুধু আজ নয়, রবিবার অবধি টিকিট কাটতে পারবেন সমর্থকরা। পাশাপাশি অনলাইন টিকিটও রিডিম করা যাবে সন্ধ্যা সাড়ে ছ'টা অবধি। 

টিকিট নিয়ে জটিলতা
টিকিটের থেকে মোহনবাগান গ্যালারির টিকিটের দাম অনেক বেশি, যা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন মোহনবাগান সমর্থকরা। মোহনবাগান ফুটবল টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর, পরবর্তীকালে এই রকম ডার্বিতে যেখানে মোহনবাগান আয়োজক হবে সেখানে ইস্টবেঙ্গল গ্যালারির টিকিটের দাম এমন হতে পারে, যেখানে সাধারণ লাল-হলুদ সমর্থকদের মাঠে ডার্বি দেখতে যাওয়াই মুশকিল হতে পারে। তবে এঈ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেন মোহনবাগানের পাঁচ সদস্য। সেই মামলার রায়ে জানানো হয়েছে, একই দামে দুই দলের সমর্থকদের কাছে টিকিট বিক্রি করতে হবে ইস্টবেঙ্গলকে।

ক্ষমা চাইলেন ইস্টবেঙ্গল কর্তা

যদিও দামের বৈষম্য নিয়ে মুখ খুলেছেন ইস্টবেঙ্গল ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার। তিনি জানিয়ে দেন, 'আইএসএল-এর প্রথম ডার্বির আয়োজন করেছিল মোহনবাগান। তখন টিকিটের দাম যা ছিল, সেটাই এবারে মোহনবাগানের টিকিটের দাম রাখা হয়েছে।' টিকিটের এমন ফারাক দেখে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, 'আমরা এই বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছি। যা বলার বৃহস্পতিবার বলব। তবে বলতে পারি নোংরা ঘটনা। ময়দান কলুষিত হচ্ছে এই ঘটনায়।' ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে, 'টিকিটের দাম ঠিক করেছে ইমামি। এখানে তাদের কোনও ভূমিকা নেই।' 

Advertisement

POST A COMMENT
Advertisement