Mohun Bagan: কলকাতা লিগে মোহনবাগানের বড় জয়, জোড়া গোল সুহেল-এংসন

অবশেষে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। শুক্রবার ব্যারাকপুরে কলকাতা লিগের ম্যাচে কলকাতা ফুটবল ক্লাবকে  হারাল ৪-১ গোলে। তবে অন্তত ৭-৮ গোলে জেতা উচিত ছিল সবুজ-মেরুনের।

Advertisement
কলকাতা লিগে মোহনবাগানের বড় জয়, জোড়া গোল সুহেল-এংসন মোহনবাগান দল

অবশেষে জয়ের সরণীতে ফিরল মোহনবাগান সুপার জায়েন্ট। শুক্রবার ব্যারাকপুরে কলকাতা লিগের ম্যাচে কলকাতা ফুটবল ক্লাবকে  হারাল ৪-১ গোলে। তবে অন্তত ৭-৮ গোলে জেতা উচিত ছিল সবুজ-মেরুনের।


তবে স্ট্রাইকারদের ব্যর্থতায় তা হয়নি। একের পর এক গোলের সুযোগ নষ্ট করতে দেখা যায় ফরদিন আলি মোল্লাদের। তবে এদি যথেষ্ট সপ্রতিভ দেখিয়েছে তরুণ ফুটবলাদের। গত ম্যাচে কালীঘাটের বিরুদ্ধে ড্র করার পর আজ ঘুরে কি দাঁড়াতে পারবে মোহনবাগান? এমন আশঙ্কায় দিন গুনছিলেন মোহনবাগান সমর্থকরা। ম্যাচের শুরুতেই দু’টি কর্নার আদায় করে নেয় সবুজ মেরুন। তবে সেখান থেকে গোল পায়নি বাস্তব রায়ের ছেলেরা। ৪ মিনিটে দারুণ গোল করেন সোহেল। তবে অফসাইডের জন্য গোল বাতিল হয়।


১১ মিনিটে সুহেল ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন। ২৬ মিনিটে যদিও উল্টে গোল খেয়ে যেতে পারত মোহনবাগান। বারপোস্টের ধার ঘেসে বেড়িয়ে যায় বল। ৩১ মিনিটে প্রথম গোল পেয়ে যায় মেরিনার্সরা। ইনসাইডে এসে আউট সাইড ডজ করে দুর্দান্ত গোল করলেন সুহেল। বল আটকাতেই পারলেন না বিপক্ষ দলের গোলরক্ষক। বিরতির আগে সমতা ফেরান অ্যালেক্স। দূরপাল্লার শটে মোহনবাগান গোলরক্ষককে কিছুই বুঝতে দিলেন না তিনি। সরাসরি জালে বল জড়িয়ে গেল। সমতা ফেরাল সিএফসি। ৪৫ মিনিটে দলকে এগিয়ে দিলেন সুহেল। দ্বিতীয় গোল করেন তিনি। হাফ টাইমের আগে ম্যাচের ফলাফল ২-১। 


দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন ফরদিন আলি মোল্লা। একের পর এক আক্রমণ তুলে আনলেও গোল করতে পারছিল না মোহনবাগান। শেষ অবধি ৬৮ মিনিটে ব্যবধান বাড়ায় মোহনবাগান। পরিবর্ত হিসাবে নামা এনসং সিংয়ের দারুণ শটে গোল করেন এনসং। গোল সংখ্যা বাড়াল মোহনবাগান। ৭৯ মিনিটে ব্যবধান আরও বাড়ালেন এনসং সিং। ফের সিএফসি গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধান বাড়ালেন মোহনবাগান ফুটবলার। ৫ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয় দ্বিতীয়ার্ধে। তবে গোল সংখ্যা বাড়েনি।
 
  
 

Advertisement

POST A COMMENT
Advertisement