scorecardresearch
 

Pele Death News: 'বিশ্বাসই করতে পারিনি পেলের বিরুদ্ধে খেলব,' স্মৃতিচারণায় সুব্রত

প্রয়াত ফুটবল সম্রাট পেলে (Pele Died)। মন খারাপ গোটা ফুটবল বিশ্বের। মর্মান্তিক খবরে মন খারাপ কলকাতা ময়দানেও। ১৯৭৭ সালে কলকাতায় মোহনবাগানের (Mohun Bagan vs Cosmos) বিরুদ্ধে কসমস (New York Cosmos) ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন পেলে। সেই ম্যাচের কথা বারবার মনে পড়ছে গৌতম সরকার, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্যদের।

Advertisement
পেলে, প্রদীপ চক্রবর্তী ও সুব্রত ভট্টাচার্য পেলে, প্রদীপ চক্রবর্তী ও সুব্রত ভট্টাচার্য
হাইলাইটস
  • ১৯৭৭ সালে কলকাতায় খেলতে এসেছিলেন পেলে
  • কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলেছিলেন ম্যাচ

প্রয়াত ফুটবল সম্রাট পেলে (Pele Died)। মন খারাপ গোটা ফুটবল বিশ্বের। মর্মান্তিক খবরে মন খারাপ কলকাতা ময়দানেও। ১৯৭৭ সালে কলকাতায় মোহনবাগানের (Mohun Bagan vs Cosmos) বিরুদ্ধে কসমস (New York Cosmos) ক্লাবের হয়ে খেলতে এসেছিলেন পেলে। সেই ম্যাচের কথা বারবার মনে পড়ছে গৌতম সরকার, প্রদীপ চৌধুরী, সুব্রত ভট্টাচার্যদের।

'জার্সি নম্বর ১৪ আমাকে খেলতে দেয়নি'
সেই ম্যাচের কথা মনে করতে গিয়ে প্রাক্তন ফুটবলার গৌতম সরকার বলেন, “মাঝরাতে খবরটা সত্যিই মর্মান্তিক। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। সংকটজনক পরিস্থিতি ছিল। তবুও একটা আশা ক্ষীন হলেও ছিল। খবরটা ফুটবলের জন্য দুঃখের। সেরা দূতকে হারালাম আমরা। পয়তাল্লিশ বছর আগে একবার তাঁর বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছিল। তাঁর খেলার পরিমাপ করার ধৃষ্ঠতা আমার নেই। তবে মানুষ কত বড়,সাধারনকে আপন করে নেওয়ার ক্ষমতা রাখে সেদিন তা দেখেছিলাম। ম্যাচের পরে পার্টি। গ্র্যান্ড হোটেলে পেলের সঙ্গে পরিচয় করানো হয়েছিল আমাদের। আমাকে দেখেই বলেছিলেন জার্সি নম্বর ফোর্টিন আমাকে খেলতে দেয়নি। সস্নেহে জড়িয়ে ধরেছিলেন। সেই স্নেহের উত্তাপ আজও অনুভব করি। রাতে এই খবর সত্যিই বেদনার। তিনি যেখানেই থাকুন আত্মার চিরশান্তি কামনা করি।”

আরও পড়ুন: বিশ্বকাপের পরেই ফুটবল হারাল সম্রাটকে, প্রয়াত পেলে
  
স্মৃতিচারণা করতে গিয়ে প্রদীপ চৌধুরী বলেন, “মর্মান্তিক খবর। বৃষ্টিভেজা ইডেনে খেলা হয়েছিল। গ্যালারি ঠাসা। প্রথমবার  ফুটবল সম্রাট কলকাতায় খেলতে এসেছিলেন। ফলে উন্মাদনা তুঙ্গে। আমরাও তেতে ছিলাম। কোচ প্রদীপ ব্যানার্জীও বলেছিলেন ঘাবড়ে না গিয়ে দেশের মান রাখার চেষ্টা করো। তারকাখচিত দল ছিল কসমস। আকর্ষনের কেন্দ্রে ছিলেন স্বয়ং ফুটবল সম্রাট। কোনও সন্দেহ নেই আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। দীর্ঘদিন অসুস্থ ছিলেন। অবস্থা সংকটজনক হচ্ছিল। সবাইকেই একদিন থামতে হয়। পেলেকেও হল। আত্মার চিরশান্তি কামনা করি।” 

Advertisement
৮২ বছর বয়সে মারা গেলেন পেলে
৮২ বছর বয়সে মারা গেলেন পেলে

:
'বিশ্বাসই করতে পারিনি পেলের বিরুদ্ধে খেলব'
 
১৯৭৭-এর মরশুমে ভাল খেলতে পারছিলেন না মোহনবাগান ফুটবলাররা। তার মাঝেই এমন ম্যাচ। কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন ফুটবলাররা। দলনায়ক সুব্রত ভট্টাচার্য তো বিশ্বাসই করতে পারেননি পেলে তাঁদের বিরুদ্ধে সত্যি খেলতে আসছেন। সুব্রত বলেন, “ধীরেন দা যখন ড্রেসিংরুমে ওই ম্যাচে পেলের বিরুদ্ধে খেলার কথা বলেছিলেন তখন বিশ্বাস হয়নি। সেবার আমি ছিলাম মোহনবাগানের অধিনায়ক। কোচ প্রদীপ ব্যানার্জী। মরশুমটা ভালো যাচ্ছিল না। এই অবস্থায় অতবড় ম্যাচ খেলার সুযোগ তাও ঘরের মাঠে বিশ্বাস হয়নি শুরুতে। ধাতস্থ হয়ে পরিকল্পনা সাজিয়েছিলাম। প্রদীপদা তাতিয়ে যাচ্ছিল। খেলার দিন বৃষ্টি হয়েছিল। খেলার পরে পার্টিতে পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। অমায়িক ব্যবহার। প্রয়াত হয়েছেন বলে বলছি না। সেদিন তাঁর আপন করে নেওয়ার ক্ষমতা মন ছুঁয়েছিল। খারাপ খবরটা যে আসবে তা জানতাম। বলার কিছু নেই। তাঁর আত্মার শান্তি কামনা করি। ,” 

TAGS:
Advertisement