Kolkata Hockey League: আজ ফের কলকাতা ডার্বি, খেতাবি লড়াইয়ে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়ার হকি লিগে ডার্বি (Hockey Derby) রবিবার। খেতাবি লড়াইয়ে আজ রবিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে হতে চলা এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ছ'টি জয় এবং একটি ড্র সহ ১৯ পয়েন্ট রয়েছে তাঁদের দখলে। ঠিক তার পরের স্থানটিতেই রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সাত ম্যাচের পাঁচটিতে তারা জয় পেয়েছে। বাকি একটিতে হার ও ড্র।

Advertisement
আজ ফের কলকাতা ডার্বি, খেতাবি লড়াইয়ে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল হকিতে মুখোমুখি মোহনবাগান ইস্টবেঙ্গল

কলকাতা প্রিমিয়ার হকি লিগে ডার্বি (Hockey Derby) রবিবার। খেতাবি লড়াইয়ে আজ রবিবার মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান (East Bengal vs Mohun Bagan)। ডুমুরজলার অ্যাস্ট্রোটার্ফে হতে চলা এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষে রয়েছে মোহনবাগান (Mohun Bagan)। ছ'টি জয় এবং একটি ড্র সহ ১৯ পয়েন্ট রয়েছে তাঁদের দখলে। ঠিক তার পরের স্থানটিতেই রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। সাত ম্যাচের পাঁচটিতে তারা জয় পেয়েছে। বাকি একটিতে হার ও ড্র।

হকি লিগের নিয়ম কী?
হকি লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান শেষ করলেও নিয়মানুযায়ী, প্রথম দু'টি দলের মধ্যে ফাইনাল হবে। এ ক্ষেত্রে গ্রুপের ফলাফল গ্রাহ্য হবে না। অর্থাৎ যে দল ফাইনালে জিতবে, তারই চ্যাম্পিয়ন হবে। যদি ম্যাচ ড্র হয়, তবে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নির্ধারিত হবে। গ্রুপ পর্বে ২-২ ড্র হয়েছিল ডার্বির লড়াই। তবে তা মনে রাখতে চাইছে না কোনও দলই।

অনেক তারকাকেই পাচ্ছে না মোহনাবগান
ম্যাচের আগের দিন মোহনবাগানের কোচ সুপ্রভাত মণ্ডলের চিন্তা পূর্ণ শক্তির পুরো দল পাওয়া নিয়ে। তিনি বলেন, 'আমাদের চার জন হকি খেলোয়াড় ভারতীয় দলে চলে গিয়েছে। ছয় জন অন্য প্রতিযোগিতায় খেলছে।' তবে হাল ছাড়তে নারাজ তিনি। মোহনবাগান কোচের আরও বক্তব্য, 'ফাইনাল ম্যাচে কে আছে কে নেই তা নিয়ে ভাবতে চাই না।' আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) লিগ-শিল্ড (ISL League Shield) জয় থেকে প্রেরণা নিয়ে খেলোয়াড়রা মানছে বলেও জানিয়েছেন কোচ।

ফুরফুরে মেজাজে ইস্টবেঙ্গল দল
অন্য দিকে ইস্টবেঙ্গলের কোচ যোগরাজ সিং রয়েছেন ফুরফুরে মেজাজে। বললেন, 'গ্রুপ পর্বের ফলাফল মনে রাখতে চাই না। আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ইতিমধ্যে উৎসবের আগাম পরিকল্পনা শুরু করে দিয়েছি।'

রবিবার হকি লিগ: ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান। দুপুর ৩. ১০ থেকে, ডুমুরজলা স্টেডিয়াম।

POST A COMMENT
Advertisement