আরও ধারাবাহিক ভাবে একের পর এক সিরিজে দারুণ পারফর্ম করছে ভারতের ক্রিকেট (Team India) দল। শুধু মূল দল নয়, পাশপাশি টি২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে ভারতীয় দলের বেঞ্চে থাকা ক্রিকেটারদেরও পরখ করে নিতে চাইছেন নির্বাচকরা। প্রয়োজনে, একই সঙ্গে দুটি সফরে দুটি দলকে বিভিন্ন দেশে পাঠিয়েছে বিসিসিআই (BCCI)। ফলে দলে জায়গা পাওয়ার জন্য তীব্র প্রতিযোগিতা চলছে। গত বছরেই ভারতীয় দলে অভিষেক করেছিলেন নীতীশ রানা (Nitish Rana)। তবে এরপর আর সুযোগ পাচ্ছেন না তিনি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে অভিষেক হয়েছিল রানার
শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রানা। ভারতের মূল দল তখন ইংল্যান্ড সফরে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছিলেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। একই সঙ্গে, বিসিসিআই (BCCI) তাদের আরও একটি দলকে সীমিত ওভারের সফরের জন্য শ্রীলঙ্কায় পাঠিয়েছিল। এই দলে ছিলেন নীতীশও। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। এই ম্যাচে সাত নম্বরে ব্যাট করেছিলেন রানা। ১৪ বলে সাত রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন নীতীশ।
আরও পড়ুন: ভারতীয় দলের আরেক তারকা ও ঊর্বশীর রিলেশন ছিল? পন্ত-চর্চার মধ্যেই আবার...
বিশ্বকাপে সুযোগ পাওয়াই লক্ষ্য রানার
শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজও খেলেছিল ভারতীয় দল। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে দুটি টি২০ ম্যাচ খেলেন রানা। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা রানা মোট ২৭ বলে ১৫ রান করেন। তবে এরপর আর খেলার সুযোগ পাননি তিনি। এবার তাঁর চোখ ২০২৩ বিশ্বকাপের দিকে। কলকাতা নাইট রাইডার্সের অ্যাকাডেমির উদ্বোধনে এসে রানা বলেন, ''আমাকে শুধু রান করতে হবে আর খেলার উন্নতি করতে হবে। আশা করছি এই মরশুমে আরও রান করতে পারব। এক মরশুমে ৪০০ রান করেও যদি টিম ইন্ডিয়ায় সুযোগ না পাওয়া যায়, তবে ৬০০ রান করতে হবে।''
আরও পড়ুন: ভারতীয় দলের ক্যাপ্টেন ফের সৌরভ? ইডেনে বড় ম্যাচ সেপ্টেম্বরে
২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন রানা
নিতীশ, ২০১৬ সাল থেকে আইপিএল খেলছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ধারাবাহিক ভাবে ভাল পারফর্ম করছেন তিনি। নীতীশ আইপিএল ২০২২-এ ৩৬১ রান করেছেন। ২০২১-এর আইপিএল-এ ৩৮৩ রান করেছিলেন তিনি। ২০২০ সালের আইপিএল-এ ৩৫২ রান করেছিলেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, “একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ পেতে চাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে যে জায়গায় ব্যাট করতে নেমেছিলাম, সেই জায়গায় আমি ব্যাট করতে অভ্যস্ত নই। কিন্তু আমি অজুহাত দিতে চাই না। আমি আশাবাদী যে, আগামী আইপিএল মরশুমে আমি ৫০০-এর বেশি রান করব যাতে নির্বাচকদের দৃষ্টি আকর্ষণ করতে পারি।''