CFL 2023 Mohammedan Sporting: দুরন্ত ছন্দে মহমেডান, ডেভিডের জোড়া গোলে ভবানীপুরকে হারাল সাদা-কালো ব্রিগেড

কলকাতা লিগে (Kolkata League 2023) দুর্দান্ত ছন্দে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সুপার সিক্সে ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) হারানোর পরে এবার ভবানীপুরের বিরুদ্ধেও জয় তুলে নিল আন্দ্রে চেরনিশভের দল। ২-১ গোলে জয় পেল তারা। একাই দুই গোল করলেন ডেভিড।

Advertisement
দুরন্ত ছন্দে মহমেডান, ডেভিডের জোড়া গোলে ভবানীপুরকে হারাল সাদা-কালো ব্রিগেডডেভিডের জোড়া গোল

কলকাতা লিগে (Kolkata League 2023) দুর্দান্ত ছন্দে মহমেডান স্পোর্টিং (Mohammedan Sporting)। সুপার সিক্সে ইমামি ইস্টবেঙ্গলকে (Emami East Bengal) হারানোর পরে এবার ভবানীপুরের বিরুদ্ধেও জয় তুলে নিল আন্দ্রে চেরনিশভের দল। ২-১ গোলে জয় পেল তারা। একাই দুই গোল করলেন ডেভিড।


এদিন ১৭ মিনিটে ডেভিড গোল করে এগিয়ে দিয়েছিলেন মহমেডান স্পোর্টিংকে। তবে সেই গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সাদা-কালো শিবির। ৩২ মিনিটে জীতেন মুর্মু সমতা ফেরান ভবানীপুরের হয়ে। প্রথমার্ধে ম্যাচের ফল ১-১-ই থাকে। বিরতির পরে সাদা-কালো শিবির ফের গোল করে এগিয়ে যায়। আবার গোল করেন ডেভিড। কলকাতা লিগে দারুণ ছন্দে রয়েছেন মহমেডান স্ট্রাইকার। ৬৩ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড ব্যবধান বাড়ান মহামেডান স্পোর্টিংয়ের হয়ে। টানা তিন ম্যাচ জিতল সাদা-কালো শিবির। এর পরে আর সমতা ফেরাতে পারেনি ভবানীপুর। 


এদিন সুপার সিক্সে প্রথম ম্যাচ ছিল ভবানীপুর ক্লাবের। দারুণ ছন্দে থাকা মহামেডান আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল চেরনিশভের ছেলেরা। ৬৩ মিনিটে রেমসাঙ্গার ক্রস থেকে ডেভিড ব্যবধান বাড়ান মহামেডান স্পোর্টিংয়ের হয়ে। এর পরে আর সমতা ফেরাতে পারেনি ভবানীপুর। এদিন সুপার সিক্সে প্রথম ম্যাচ ছিল ভবানীপুর ক্লাবের। দারুণ ছন্দে থাকা মহামেডান আগের ম্যাচেই ইস্টবেঙ্গলকে হারিয়েছিল চেরনিশভের ছেলেরা। 


এদিকে সুপার সিক্সের অপর ম্যাচে ডায়মন্ড হারবার ৩-০ গোলে হারাল খিদিরপুরকে। ডায়মন্ড হারবারের রাহুল পাসোয়ান হ্যাটট্রিক করেন।

সুপার সিক্সের পয়েন্ট টেবিল
১৫ ম্যাচ খেলে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মহমেডান স্পোর্টিং, ১৩ ম্যাচে ৩২ পয়েন্ট ডায়মন্ড হারবার এফসি-র, ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে ভবানীপুর। ইমামি ইস্টবেঙ্গল ১৩ ম্যাচ খেলে ৩০ পয়েন্ট পেয়ে চার নম্বরে রয়েছে লাল-হলুদ। ১৪ ম্যাচ খেলে ২৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে খিদিরপুর।

POST A COMMENT
Advertisement