Kolkata League East Bengal: এরিয়ানকে ২-০ গোলে হারিয়ে কলকাতা লিগে সুপার সিক্সে টিকে থাকল ইস্টবেঙ্গল

কলকাতা লিগে এরিয়ানের বিরুদ্ধে ২-০  গোলে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল। এই জয়ের ফলে, সুপার সিক্সের লড়াইয়ে দারুণভাবে টিকে রইল লাল-হলুদ ক্লাব। প্রথম থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ইস্টবেঙ্গল। 

Advertisement
এরিয়ানকে ২-০ গোলে হারিয়ে সুপার সিক্সে টিকে থাকল ইস্টবেঙ্গলইস্টবেঙ্গলের দুই গোলদাতা

কলকাতা লিগে (Kolkata League 2023) এরিয়ানের বিরুদ্ধে ২-০  গোলে জয় পেল ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। এই জয়ের ফলে, সুপার সিক্সের লড়াইয়ে দারুণভাবে টিকে রইল লাল-হলুদ ক্লাব। প্রথম থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ইস্টবেঙ্গল। 

১৫ মিনিটেই প্রথম গোল তুলে আনতে পারত লাল-হলুদ। তবে সঞ্জীব ঘোষের চেষ্টা এরিয়ান ডিফেন্ডারদের পায়ের জঙ্গলে লেগে প্রতিহত হয়। এরপর প্রথমার্ধে যদিও এলোমেলো ফুটবল চলতে থাকে। ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বেশি থাকলেও গোল তুলে আনতে পারেননি। সুযোগ পেয়ে বার কয়েক আক্রমণ তুলে এনেছিল এরিয়ানও। সেখান থেকেও গোল হয়নি। একবার আদিত্য পাত্র ১:১ জায়গা থেকে লাল-হলুদকে বাঁচান। দ্বিতীয়ার্ধের শেষ দিকেও বারেবারে ইস্টবেঙ্গলের রক্ষণে আক্রমণ তুলে আনতে থাকেন এরিয়ান ফুটবলাররা। বারেবারে বিপদ বাড়তে থাকে লাল-হলুদ রক্ষণে। এ ক্ষেত্রেও আদিত্য বাঁচান। প্রথমার্ধের শেষদিকে দুটি গোল পায় ইস্টবেঙ্গল। 

প্রথমার্ধের ইনজুরি টাইমে জেসিন টিকে একক দক্ষতায় গোল করে যান। একাধিক ফুটবলারকে কাটিয়ে নিজেই বল গোলে শট করেন। এর পরেই ফের আরও একটা গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। আমন সিকে এবার ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়িয়ে ফেলেন। ডানদিক থেকে উঠে এসে কাট করে ভেতরের দিকে ঢুকে পড়েন আমন। তাঁর বাঁ পায়ে নেওয়া শট গোলে ঢুকে যায়। যদিও প্রথম গোলের ক্ষেত্রে এরিয়ান গোলরক্ষক আকাশ মন্ডলকে দায়ি করাই যায়। জেসিন গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে দারুণ ভাবে বল দ্বিতীয় পোস্টে প্লেস করেন। 
গোটা ম্যাচে ভালো খেললেও, আকাশ দুইবার পরাস্ত হন। তবে তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হবে।

     
দ্বিতীয়ার্ধের একেবারে শেষদিকে ইস্টবেঙ্গল রক্ষণে অনেক ফাঁক দেখতে পাওয়া যায়। এরিয়ান কোচ রাজদীপ নন্দী যদিও তা কাজে লাগাবার যথেষ্ট চেষ্টা করেন। তবে তাঁকে ব্যর্থ হতে হয়। কারণ ফুটবলাররা গোলের সন্ধান পাননি। চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের জালে বল ঢোকাতে পারেননি তাঁরা।     
 
 

Advertisement

POST A COMMENT
Advertisement