Kolkata League Mohun Bagan vs Diamond Harbor FC: ১০ জনে খেলেও মোহনবাগানকে হারাল অভিষেকের ডায়মন্ড হারবার

এক ঘণ্টারও বেশি সময় ১০ জনে খেলেও মোহনবাগানকে হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সবুজ-মেরুন ফুটবলাররা চেষ্টা করলেও বিক্রমজিতদের ডিফেন্স ভাঙতে পারেননি কিয়ান নাসিরিরা।

Advertisement
১০ জনে খেলেও মোহনবাগানকে হারাল অভিষেকের ডায়মন্ড হারবারহেরে গেল মোহনবাগান

এক ঘণ্টারও বেশি সময় ১০ জনে খেলেও মোহনবাগানকে হারিয়ে দিল ডায়মন্ড হারবার এফসি। ম্যাচের প্রথম মিনিটেই গোল পেয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সবুজ-মেরুন ফুটবলাররা চেষ্টা করলেও বিক্রমজিতদের ডিফেন্স ভাঙতে পারেননি কিয়ান নাসিরিরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুপ্রিয় পণ্ডিতের গোলে এগিয়ে যায় ডায়মন্ড হারবার এফসি। তিন ফুটবলারকে কাটিয়ে সরাসরি গোলে শট করেন সুপ্রিয়। মহমেডান স্পোর্টিংকে হারানোর পর মোহনবাগানকেও হারালেন কিবু ভিকুনা। ২৯ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে পৌঁছে গেল তারা। ৩৫ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখতে হয় তন্ময়কে। এই হারের পর সুপার সিক্সে পৌঁছে গেলেও পয়েন্ট কম থাকায় সমস্যা হতে পারে পরের পর্বে। সেটাই চিন্তায় রাখবে বাস্তব রায়কে। এদিন যদিও ডাগ আউটে ছিলেন না বাস্তব। তবে এবারের কলকাতা লিগে খুব ভালো ছন্দে নেই মোহনবাগান।
       
 

POST A COMMENT
Advertisement