Messi In Kolkata: যুবভারতীতে সেদিন কেন তাণ্ডব? কী হয়েছিল? বড় অ্যাকশন নিল মমতার গড়া কমিটি

মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতীর বিশৃঙ্খলার তদন্তে যে কমিটি তৈরি করেছিলেন, তারা প্রাথমিক রিপোর্ট একটি SIT গঠনের পরামর্শ দিল। একইসঙ্গে এই কমিটির পক্ষ থেকে পুলিশ ও ক্রীড়া দফতরের কাছে গোটা ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছে।

Advertisement
যুবভারতীতে সেদিন কেন তাণ্ডব? কী হয়েছিল? বড় অ্যাকশন নিল মমতার গড়া কমিটিযুবভারতীতে বিশৃঙ্খলা
হাইলাইটস
  • যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে কমিটির প্রাথমিক রিপোর্ট
  • সিট তদন্তের পরামর্শ মমতার গড়া কমিটির
  • পুলিশ ও ক্রীড়া দফতরের থেকে রিপোর্ট তলব

গত ১৩ ডিসেম্বর, শনিবার যুবভারতীতে মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন সেই কমিটি মঙ্গলবার ঘটনার প্রাথমিক রিপোর্ট জানাল। লিও মেসির জন্য আয়োজিত যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুষ্ঠানে কারা দায়িত্বে ছিলেন, তা জানতে চেয়েছে এই কমিটি। একইসঙ্গে একটি সিট (SIT) গঠন করে তদন্তের পরামর্শও দেওয়া হয়েছে। 

এদিন সাংবাদিক বৈঠক করেন কমিটির চেয়ারম্যান অসীমকুমার রায়। মূলত নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা মেসির অনুষ্ঠানে ঘটেছে বলেই জানান এই অবসরপ্রাপ্ত বিচারপতি। তিনি বলেন, 'প্রশ্ন উঠছে, মাঠে খাবার, জলের বোতল ঢুকল কীভাবে? আমি যতদূর জানি, মাঠের ভিতর জলের বোতল নিয়ে যাওয়া নিষিদ্ধ। দায়িত্বপ্রাপ্ত কর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামের ভিতর স্টল বসেছিল। সেটা তদন্তসাপেক্ষ। আমরা প্রাথমিক ভাবে মনে করছিস সেদিন যাঁরা দায়িত্বে ছিলেন, এটা তাঁদেরই দেখা উচিত ছিল। ওঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হোক।'

এই কমিটির সদস্যরা আরও জানিয়েছেন, মেসির অনুষ্ঠান দেখাশোনার দায়িত্বে যেহেতু পুলিশ এবং ক্রীড়া দফতর ছিল, ফলে তারা দায়িত্ব এড়াতে পারেন না। এই বিষয়ে তাদের থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট দাবি করেছে মুখ্যমন্ত্রীর গড়ে দেওয়া এই কমিটি।  ঘটনার দিন পুলিশ বা ক্রীড়া দফতরের কারা দায়িত্বে ছিলেন, সফর নিয়ে আগে থেকে কী কী পরিকল্পনা করা হয়েছিল, তা জানতে চাওয়া হয়েছে রিপোর্টে।

সর্বোপরি গোটা ঘটনায় সিট (SIT) গঠন করে তদন্তের সুপারিশ করেছে অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি। সিটে কারা থাকবেন, তা সরকারি ভাবে ঠিক করা হবে। তবে সিনিয়র পুলিশকর্তাদের ওই বিশেষ তদন্ত দলে রাখার কথা বলা হয়েছে। সূত্রের খবর, যে হেতু ঘটনাটি বিধাননগরে ঘটেছে এবং বিধাননগর পুলিশই ঘটনার তদন্ত করছে, তাই যাতে তদন্তের নিরপেক্ষতা বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে, সে জন্যই সিট গড়ার কথা ভাবা হচ্ছে। কার দোষে শনিবার এত বড় বিশৃঙ্খলা ঘটে গেল যুবভারতীতে? কেন বিশৃঙ্খলা শুরু হতেই তৎপর হল না পুলিশ? এ সব প্রশ্নের জবাবে অসীমকুমার রায় বলেন, 'এগুলো জানতে গভীর তদন্ত প্রয়োজন। সেটা পুলিশের কাজ। হাতে প্রমাণ না থাকলে কাউকে দোষী বলা যায় না।'

Advertisement

যাঁরা চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে গিয়েও দেখতে পেলেন না, তাঁরা কি টাকা ফেরত পাবেন? এখনই এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছে কমিটি। 

 

POST A COMMENT
Advertisement