Lionel Messi Retirement: পরের বিশ্বকাপেও খেলবেন? অবসর নিয়ে যা বললেন মেসি...

২০২২-এর কাতার বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এর দুই বছর পরে এ নিয়ে মুখ খুললেন আরজেন্টাইন তারকা। কয়েকমাস পরেই শুরু হয়ে যাবে কোপা আমেরিকা। তার আগে মেসি জানিয়ে দিলেন, তাঁর অবসরের ক্ষেত্রে বয়স কোনও ফ্যাক্টরই নয়। ভক্তদের আশা আরও একটা বিশ্বকাপ খেলবেন তিনি। 

Advertisement
পরের বিশ্বকাপেও খেলবেন? অবসর নিয়ে যা বললেন মেসি...
হাইলাইটস
  • অবসর নেবেন মেসি?
  • কবে অবসর মেসির?

২০২২-এর কাতার বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসির অবসর নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল। এর দুই বছর পরে এ নিয়ে মুখ খুললেন আরজেন্টাইন তারকা। কয়েকমাস পরেই শুরু হয়ে যাবে কোপা আমেরিকা। তার আগে মেসি জানিয়ে দিলেন, তাঁর অবসরের ক্ষেত্রে বয়স কোনও ফ্যাক্টরই নয়। ভক্তদের আশা আরও একটা বিশ্বকাপ খেলবেন তিনি। 

২০২১ সালে কোপা আমেরিকা জেতার মধ্যে দিয়ে আর্জেন্টিনার যে জয় শুরু হয়েছিল তা এখনও চলছে। এমনকি ফিফা ফ্রেন্ডলি ম্যাচেও জিতে গিয়েছে আর্জেন্টিনা। সেখানে আবার খেলতে দেখা যায়নি মেসিকে। সেই কারণেই ফের সন্দেহ জেগেছিল তাঁর অবসর নিয়ে। মেসি বলেন, 'মেসির কথায়, "আমি জানি কখন থামতে হবে, যে মুহূর্তে আমি বুঝতে পারব যে আমি আর পারফর্ম করছি না, আমি আর এটা উপভোগ করছি না বা আমার সতীর্থদের সাহায্য করছি না, তখনই আমি অবসর নেব।' 

বিশ্বকাপ জিততে না পারলে...
বিশ্বকাপ জিততে না পারলে অবসর নিয়ে নিতেন মেসি। এ নিয়ে মান্সিক প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। মেসি বলেন, 'কাতারে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। ফাইনালের আগেরদিন রাতেই কোচসহ সতীর্থদের জানিয়ে রেখেছিলাম, আমার জন্য অন্তত কাপটা জেতো তোমরা। না হলে আমি অবসর নিতে একবিন্দু ভাবব না।' চোটের জন্য ফুটবল থেকে দূরে রয়েছেন মেসি। তবে তিনি যে এখনই ফুটবল ছাড়ছেন না তা জানিয়ে দিয়েছেন মেসি। বলেন, 'আমি ভাগ্যবান ক্রীড়াজগতে নিজের সব স্বপ্নই সত্যি করতে পেরেছি। আমার আর কী চাওয়ার আছে। ঈশ্বরকে ধন্যবাদ পেশাদার ও ব্যক্তিগত পর্যায়ে আমাকে ও আমার পরিবারকে এত কিছু দেওয়ার জন্য। ঈশ্বর আমাকে যা কিছু দিয়েছেন, আমি চেষ্টা করি সেসব উপভোগ করতে।'

চোটের জন্য খেলছেন না মেসি
আপাতত চোটের জন্য দলের বাইরে আছেন মেসি, আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচও খেলতে পারেননি। ন্যাশভিলের বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন মেসি। সেই ম্যাচের ৫০ মিনিটে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির উঠে যাওয়া দেখে অনেকে হয়তো ভেবেছেন চোট পেয়েছেন। সে ধারণাটাই শেষে সঠিক প্রমাণিত হয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোটের কবলে পড়েছেন মেসি।

Advertisement

POST A COMMENT
Advertisement