Lionel Messi: অভিষেক ম্যাচে নেমেই গোল, ইন্টার মিয়ামিতে নায়ক মেসি

মেজর লিগ সকারে খেলতে নেমেই গোল পেলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচে শুরু থেকে খেলেননি বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা। তিনি যখন খেলতে নামলেন তখনও ম্যাচের ফল ১-১। ম্যাচের শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিলেন তিনি।

Advertisement
অভিষেক ম্যাচে নেমেই গোল, ইন্টার মিয়ামিতে নায়ক মেসি লিওনেল মেসি

মেজর লিগ সকারে খেলতে নেমেই গোল পেলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে প্রথম ম্যাচে শুরু থেকে খেলেননি বিশ্বকাপ জেতা আর্জেন্টাইন তারকা। তিনি যখন খেলতে নামলেন তখনও ম্যাচের ফল ১-১। ম্যাচের শেষ মুহূর্তে ম্যাচের রঙ বদলে দিলেন তিনি।


শনিবার ভারতীয় সময় ভোরে মেসি তাঁর প্রথম ম্যাচ খেলতে নামেন ক্রুজ় আজুলের বিরুদ্ধে। ৫৩ মিনিটে মাঠে নামেন তিনি। ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মায়ামি লিগ কাপের ম্যাচে প্রথমবার মাঠে নামলেন মেসি। ম্যাচের শেষদিকে ফ্রিকিক পায় ইন্টার মিয়ামি। ৯৫ মিনিটের মাথায় পেনাল্টি বক্সের সামান্য বাইরে মেসিকেই ফাউল করেন আজুলের ফুটবলার। সেখান থেকেই কাজের কাজটা করে ফেলেন তারকা ফুটবলার। মেসি নিজেই ফ্রিকিক নেন। বাঁদিকের কোণে বল মারতেই তা জালে জড়িয়ে যায়। ওই রকম জায়গায় মেসিকে ফ্রিকিক দেওয়া মানেই যে বিরাট বড় ভুল তা বোধহয় বুঝতে পারেননি আজুলের ফুটবলাররা। 

এ দিন অধিনায়কের আর্মব্যান্ড পরে নামেন মেসি। তিনি যখন নামেন তখন ইন্টার মায়ামি ১-০ গোলে এগিয়ে ছিল। ৬৫ মিনিটে গোল শোধ করে আজুল। শেষ পর্যন্ত মেসির গোলে জেতে মায়ামি। মেসি নামার পরে মায়ামি অনেক সঙ্ঘবদ্ধ ফুটবল খেলে। তবে মেসি সই করার আগে বেশ চাপে ছিল ইন্টার মিয়ামি। একের পর এক ম্যাচ হারতে হচ্ছিল তাদের। 

বিশ্বকাপ জেতা মেসির ম্যাচ দেখতে এসেছিলেন অনেক তারকা। সেই তালিকায় ছিলেন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমস, টেনিস তারকা সেরিনা উইলিয়ামস,  টেলিভিশন তারকা কিম কার্দাশিয়ান। পাশাপাশি প্রচুর সমর্থকও এদিন মাঠে এসেছিলেন। 

এই মরশুমেই পিএসজি ছেড়ে এসেছেন মেসি। রবিবার ক্লাবের সদস্য, সমর্থকদের সঙ্গে মেসিকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দেন ক্লাবের মালিক ডেভিড বেকহ্যাম ও অন্য কর্তারা। প্রবল ঝড়বৃষ্টি উপেক্ষা করেই প্রায় ২০,০০০ সমর্থক মেসিকে প্রথমবার দেখতে এসেছিলেন। ক্লাবের অন্যতম মালিক বেকহ্যাম জানিয়েছিলেন, মেসির অভিষেক পিছিয়ে যেতে পারে। তবে তা না হওয়ায় খুশি মিয়ামি সমর্থকরা।  
 

Advertisement

POST A COMMENT
Advertisement