৩৬ বছর পর দেশকে ফের চ্যাম্পিয়ন করতে পারবেন লিওনেল মেসি? (Lionel Messi) ২০১৪ সালের বিশ্বকাপের (FIFA World Cup 2022) পর আবারও ফাইনালে আর্জেন্টিনা (Argentina)। সেবার জার্মানির বিরুদ্ধে হেরে যায় আর্জেন্টিনা। এবার দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ জেতার সামনে আর্জেন্টিনা। ফ্রান্সও এর আগে দুইবার বিশ্বকাপ জিতেছে। তাদের সামনেও তৃতীয়বার বিশ্বজয়ের হাতছানি। ফাইনাল ম্যাচের আগে বাবাকে আবেগঘন বার্তা দিল লিও মেসির ছোট্ট ছেলে থিয়াগো।
ফুটবল বিশ্বকাপের সব খবরের জন্য় এখানে ক্লিক করুন
আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আবেদন করেছে ছোট্ট থিয়াগো। বাবাকে লেখা চিঠিতে থিয়াগো বলেছে,'আর্জেন্টিনার সমস্ত মানুষ আজ তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা ভরসা।' ওরা শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে।'
আরও পড়ুন: ফাইনাল দেখতে কাতারে সস্ত্রীক সৌরভ, মেসি না এমবাপে; কাকে এগিয়ে রাখলেন ?
বিশ্বকাপের মহারণের আগে রবিবার কাতারের লুসেইল স্টেডিয়ামে বসতে চলছে বিশ্বকাপের ফাইনালের আসর। ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা বনাম ফ্রান্স। মেসিদের ফাইনালে হারাতে হবে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল ফ্রান্সকে। তবেই মেসির হাতে উঠবে বহু প্রতিক্ষিত সোনায় মোড়া ট্রফি। সেই দিকেই তাকিয়ে আর্জেন্তাইন সমর্থেরা। তাকিয়ে মেসির বড় ছেলে থিয়াগোও। বিশ্বকাপের আবদারে বাবা মেসিকে লিখলেন এক খোলা চিঠি। চিঠিতে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি জানিয়েছে থিয়াগো। ছেলের চিঠি কথা জানিয়েছেন মেসির স্ত্রী আন্তোলেনা রোকুজো। চিঠিতে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় এবং অনুপ্রেরণামূলক গানের কথা উল্লেখ করেছে।
আরও পড়ুন: আর্জেন্টিনার জন্য সুখবর, চোট সারিয়ে ফাইনালের দিনই অনুশীলনে মেসি
ফুটবল কেরিয়ারে শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শুধু তাই নয় দেশের জার্সিতে আজ শেষ ম্যাচে নামছেন লিও। তাই চলতি বিশ্বকাপে ইতিহাস তৈরি করতে চান মেসি। জিততে চান বিশ্বকাপ ট্রফি। ১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি নীল-সাদা ব্রিগেড। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দিয়েগো মারাদোনা বা মেসিদের। তবে চলতি বিশ্বকাপে আজ শেষ সুযোগ। ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।