চোটের জন্য লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মিয়ামির (Inter Miami) বিরুদ্ধে আল নাসেরের (Al Nassr) প্রীতি ম্যাচে ম্যাচে দলে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। সিআর সেভেন না থাকলেও সাদিও মানেরা এই ম্যাচ জিতলেন ৬-০ গোলে। ম্যাচে রোনাল্ডোকে দেখা গেল দর্শকের ভূমিকাতেই। ম্যাচের আগে আল নাসের কিছুটা হলেও চাপে ছিল। যতই প্রীতি ম্যাচ হোক, এ তো মর্যাদার লড়াই। রোনাল্ডোকে ছাড়াই যে ঝড় তুলল আল নাসের, তাতে মেসির টিম পুরোপুরি ফিকে। গ্যালারিতে বসে সতীর্থদের সিউ সেলিব্রেশন করতে দেখলেন রোনাল্ডো।
প্রথমার্ধের ১২ মিনিটেই ৩ গোল খেয়ে যায় লুইস সুয়ারেজ, সের্গিও বুস্কেতস, জোর্ডি আলবাদের মিয়ামি। দ্বিতীয়ার্ধে আরও ৩ গোল। লিওনেল মেসিকে নামানো হল শেষ দিকে। ততক্ষণে ম্যাচ হাতের বাইরে। ফলে কিছুই করতে পারেননি এলএম ১০।
৮৪ মিনিটে নামেন মেসি। ততক্ষণে ৬ গোল খেয়ে গিয়েছে তাঁর দল। আর ভিআইপি বক্সে বসে সেলিব্রেশন করতে দেখা যায়। মর্যাদার লড়াইয়ে তিনি থাকতে না পারলেও তাঁর দল জিতেছে। এটাই বা কম কী? লাপোর্তে, মার্সেলো ব্রোজোভিচরাই মান রাখলেন সিআর সেভেনের। ম্যাচে হ্যাটট্রিক করেন তালিস্কা। ম্যচের ৭৩ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক করেন তিনি। ম্যাচের ৩ মিনিটে ওটাভিও প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
১২ মিনিটে গোল পেয়ে গিয়েছিলেন লাপোর্তে। তবে ব্যব্ধান কমাতে পারেনি মেসির দল। আর্জেন্টাইন তারকা নামার পরেও গোল আসেনি মিয়ামির। স্কোরবোর্ড দেখেই স্পষ্ট, ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছে সৌদির ক্লাব। মর্যাদার লড়াইয়ে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনকে এত বড় ব্যবধানে হারতে হবে তা বোধহয় স্বপ্নেও ভাবেননি মেসির সমর্থকরা।