Advertisement

Cricket Score, IND vs NZ 1st Test Day 2: অভিষেকেই বাজিমাৎ, অনবদ্য সেঞ্চুরি শ্রেয়সের

Aajtak Bangla | কানপুর | 26 Nov 2021, 10:54 AM IST

Live Cricket Score| Ind vs NZ 1st Test Day 2| India Vs Newzealand 1st Test Day 2 Live Scores updates| ভারত-নিউজিল্যান্ড টি২০ শেষ হতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে কানপুরে। সেই টেস্টেরই দ্বিতীয় দিন শুক্রবার। জানুন লাইভ আপডেটস।

সেঞ্চুরি শ্রেয়সের। India Vs Newzealand Test| Shreyas Iyer|সেঞ্চুরি শ্রেয়সের। India Vs Newzealand Test| Shreyas Iyer|

highlights

      Live Cricket Score| Ind vs NZ 1st Test Day 2| India Vs Newzealand 1st Test Day 2 Live Scores updates| ভারত-নিউজিল্যান্ড টি২০ শেষ হতেই বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে কানপুরে। সেই টেস্টেরই দ্বিতীয় দিন শুক্রবার। প্রথম দিনে শুরুটা ভাল না হলেও শেষটা ভাল করে ভারত। শুভমন গিলের হাফ-সেঞ্চুরির পাশাপাশি লম্বা ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, তাঁকে সঙ্গ দিয়ে ভাল ব্যাট করেন রবীন্দ্র জাদেজাও। এই ম্য়াচে প্রথম ইনিংসে বড় স্কোর করতে প্রস্তুত ভারতীয় দল।

      10:54 AM(4 years ago)

      IND vs NZ: ১০০ ওভারে ৩১৪ রানে ৮ উইকেট ভারতের

      Posted by :- anirban

      ১০০ ওভার ব্যাট করে ফেললো ভারত। দ্বিতীয় দিনে ১০০ ওভারে ৩১৪ রানে ৮ উইকেট ভারতের। ৩ রানে আউট হন অক্ষর প্যাটেল।

       

       

      10:38 AM(4 years ago)

      ১০৫ রানে আউট শ্রেয়স আইয়ার

      Posted by :- anirban

      ১০৫ রানে টিম সাউদির বলে ক্যাচ দিয়ে আউট হলেন শ্রেয়স আইয়ার। ১৭১ বলের ইনিংস শ্রেয়সের সাজানো ছিল ১৩টি চার ও ২টি ছয় দিয়ে। এই ম্যাচে অভিষেকে দুরন্ত ফর্ম দেখালেন আইয়ার।

       

       

      10:12 AM(4 years ago)

      IND vs NZ Live: আউট ঋদ্ধিমান

      Posted by :- anirban

      সুযোগ পেয়েও রান করতে ব্যর্থ ঋদ্ধিমান সাহা। ব্যাট হাতে মাত্র ১ রানে আউট হলেন বাংলার ছেলে। দীর্ঘদিন বাদে প্লেয়িং ইলেভেন জায়গা পেয়েছিলেন ঋদ্ধি। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারলেন না সাহা।

      10:06 AM(4 years ago)

      IND vs NZ Live: ১৫৭ বলে ১০০ রান করলেন শ্রেয়স, অভিষেকেই সেঞ্চুরি

      Posted by :- anirban

      অভিষেকেই সেঞ্চুরি শ্রেয়স আইয়ারের। ভারতীয় দলকে খারাপ জায়গা থেকে টেনে ভাল জায়গায় নিয়ে  এসেছেন আইয়ার। ব্যাট হাতে ১৫৭ বলে সেঞ্চুরি করলেন আইয়ার। 

       

       

      Advertisement
      9:45 AM(4 years ago)

      IND vs NZ Live: খেলা শুরু হতেই ৫০ রানেই আউট হলেন রবীন্দ্র জাদেজা

      Posted by :- anirban

      মাত্র ৫০ রানেই আউট হলেন রবীন্দ্র জাদেজা। ৫ উইকেট হারাল ভারতীয় দল। ৮৭ ওভার পর ২৬৬ রানে ৫ উইকেট ভারতের।

       

       

      9:25 AM(4 years ago)

      দ্বিতীয় দিনে অভিষেকেই কী সেঞ্চুরি হাঁকাতে পারবে শ্রেয়স আইয়ার

      Posted by :- anirban

      পঞ্চম ভারতীয় হিসাবে এবছর টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটেছে শ্রেয়স আইয়ারের। আর অভিষেক ম্যাচেই প্রথম দিনে ৭৫ রানে অপরাজিত আছেন শ্রেয়স। দ্বিতীয় দিনে সেঞ্চুরির কাছাকাছি তিনি। অভিষেকেই কী সেঞ্চুরি হাঁকাতে পারবেন সেই কারণেই শ্রেয়সের দিকে তাঁকিয়ে ভারতীয় ক্রিকেট অনুরাগী ও তাঁর ফ্যানরা।

       

       

      9:24 AM(4 years ago)

      প্রথম দিনে চালকের আসনে ছিল ভারত

      Posted by :- anirban

      প্রথম দিনে শুরুটা ভাল না হলেও শেষটা ভাল করে ভারত। শুভমন গিলের হাফ-সেঞ্চুরির পাশাপাশি লম্বা ইনিংস খেলেন শ্রেয়স আইয়ার। অন্যদিকে, তাঁকে সঙ্গ দিয়ে ভাল ব্যাট করেন রবীন্দ্র জাদেজাও। এই ম্য়াচে প্রথম ইনিংসে বড় স্কোর করতে প্রস্তুত ভারতীয় দল। ভারত প্রথম দিনে ৮৪ ওভারে ২৫৮ রানে ৪ উইকেটে শেষ করেছিল। ৫০ রানে খেলছেন জাদেজা ও আইয়ার অপরাজিত ৭৫ রানে।

       

       

       

       

      Advertisement