scorecardresearch
 

India vs Australia 2nd Test: ম্যাচের মাঝেই অ্যাডিলেডে পরপর ২ বার নিভল আলো, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে বিপত্তি

অ্যাডিলেড ওভালে দিন রাতের টেস্ট চলাকালীন বিপত্তি। পরপর দু'বার বন্ধ হল স্টেডিয়ামে আলো। অস্ট্রেলিয়ার ইনিংস চলার সময় ঘটে এই ঘটনা। দুইবারই দুই মিনিটের জন্য আলো বন্ধ থাকে। যদিও তাতে বোলার বা ব্যাটার কারুরই কোনও সমস্যা হয়নি। হর্ষিত রানা সেই সময় বল করছিলেন ম্যাকসুইনির বিরুদ্ধে।    

Advertisement
india vs australia india vs australia

অ্যাডিলেড ওভালে দিন রাতের টেস্ট চলাকালীন বিপত্তি। পরপর দু'বার বন্ধ হল স্টেডিয়ামে আলো। অস্ট্রেলিয়ার ইনিংস চলার সময় ঘটে এই ঘটনা। দুইবারই দুই মিনিটের জন্য আলো বন্ধ থাকে। যদিও তাতে বোলার বা ব্যাটার কারুরই কোনও সমস্যা হয়নি। হর্ষিত রানা সেই সময় বল করছিলেন ম্যাকসুইনির বিরুদ্ধে।       


এর আগে সেঞ্চুরিয়নে ভারতের দক্ষিণ আফ্রিকা সফরে পোকার আক্রমণে অনেক সময় বন্ধ ছিল তৃতীয় টি২০ ম্যাচ। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারে অনেকগুলো পোকা একসঙ্গে উড়তে থাকায় মাঠ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় খেলোয়াড়দের। এ সময় কাউকে জামা নেড়ে এবং কাউকে মাথার ক্যাপের সাহায্যে পোকার হাত থেকে বাঁচার চেষ্টা করতে দেখা যায়। পরে অবশ্য পোকার আক্রমণ থামিয়ে খেলা ঠিকই শুরু হয়। আর এবার অ্যাডিলেড ওভালে হঠাৎ আলো বন্ধ হওয়ার ঘটনা ঘটল।

দারুণ জায়গায় অট্রেলিয়া 
মিচেল স্টার্কের আগুন ঝরানো বলিং-এ ১৮০ রানেই শেষ ভারতের ইনিংস। গোলাপী বল হাতে পেলেই জ্বলে ওঠেন অজি পেসার। আর শুক্রবার অ্যাডিলেড ওভালে ছ'টা উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটারদের দাঁড়াতেই দিলেন না স্টার্ক। দিন রাতের টেস্ট এমনিতেই খুব বেশি খেলে না ভারতীয় দল। ফলে সমস্যা হয়েছে ভারতীয় দলের। ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই যা নিয়ে কথা বলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে প্রথম ম্যাচে ২৯৫ রানে জেতার পর, আবার প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ব্যাকফুটে ঠেলে দিল ভারতীয় দলকে।

দ্রুত ৯ উইকেট হারাল ভারত

দিনের প্রথম বলেই স্টার্ক লেগ বিফোর করেন গত ম্যাচের অন্যতম নায়ক জয়সওয়ালকে। তবে সেখান থেকে কেএল রাহুল ও শুভমান গিল দারুণ জুটি গড়ে তোলেন। ৬৮ রানের জুটি গড়ে ওঠে তাদের মধ্যে। ভারতের ইনিংসে কোনও ব্যাটারই হাফ সেঞ্চুরি পেরতে পারেননি। সবচেয়ে বেশি রান নীতীশ রেড্ডির। মাত্র ৫৪ বলে ৪২ রান করে আউট হন তিনি। কেএল রাহুল ৩৭ রান করে আউট হন। পাশাপাশি ৩১ রান আসে গিলের ব্যাট থেকে। ১৮০ রানে শেষ হ্য ভারতের ইনিংস।  

Advertisement

ব্যর্থ রোহিত-বিরাট

পারথ টেস্টের প্রথম ইনিংসের মতো বিরাট কোহলি অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসেও বিশেষ কিছু করতে পারেননি। সাত রান করে আউট হন তিনি। পারথের প্রথম ইনিংসের মতোই এক্সট্রা বাউন্স সমস্যায় ফেলেছে তারকা ব্যাটারকে।               

Advertisement