scorecardresearch
 

IPL 2023: KKR-এর বিরুদ্ধে ম্যাচে ইডেনে চমক, সবুজ-মেরুন জার্সিতে ক্রুনালরা?

পরের শনিবার ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচে থাকছে চমক। কলকাতায় অনুষ্ঠিত সেই ম্যাচে মোহনবাগান-এর (Mohun Bagan) জার্সি পরে নামতে পারেন ক্রুনাল পান্ডিয়ারা। এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।

Advertisement
মোহনবাগানের জার্সি গায়ে নামতে পারে লখনউ মোহনবাগানের জার্সি গায়ে নামতে পারে লখনউ

পরের শনিবার ইডেনে (Eden Gardens) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) মুখোমুখি হবে লখনউ সুপার জায়েন্টস (Lucknow Super Giants)। সেই ম্যাচে থাকছে চমক। কলকাতায় অনুষ্ঠিত সেই ম্যাচে মোহনবাগান-এর (Mohun Bagan) জার্সি পরে নামতে পারেন ক্রুনাল পান্ডিয়ারা। এমনটাই শোনা যাচ্ছে সূত্র মারফত।


সাধারণ ভাবে কেকেআর-এর ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে আর উৎসাহ না থাকলেও এই জার্সি নিয়ে উদ্দীপনা দেখা যেতে পারে ইডেনে। নীল জার্সির জায়গায় সবুজ-মেরুন জার্সি পরে নামবেন তাঁরা। তবে সেই জার্সিই কী সামনের মরশুমে পরে নামবেন দিমিত্রি পেত্রাতোসরা? সেটা যদিও এখনও জানা যায়নি। গত মরশুমে আইএসএল ফাইনাল জিতে সবুজ-মেরুন সমর্থকদের জন্য দারুণ উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। জানিয়ে দিয়েছিলেন, মোহনবাগানের নামের সামনে থেকে এটিকে উঠে যাচ্ছে। পাশাপাশি এও জানিয়েছিলেন, পরের মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলবে সবুজ-মেরুন।


এই ঘোষণায় দারুণ খুশি হয়েছিলেন মোহনবাগান সমর্থকরা। তবে এবার লখনউ সুপার জায়েন্টস দলের মোহনবাগান জার্সি পরে কলকাতায় মাঠে নামা কীভাবে নেন তাঁরা সেটাই এখন দেখার। কারণ, সমর্থকদের আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে সবুজ-মেরুন জার্সি। সেটা পরে সাধারণ ভাবে খেলতে নামেন মোহনবাগান ফুটবলার বা ক্রিকেটাররা। সেই জার্সি অন্য দলের গায়ে চাপানো তাঁরা ভালোভাবে নাও নিতে পারেন।

এই মরশুমের আইপিএল-এ একেবারেই ভালো খেলতে পারেনি কেকেআর। ১২ ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে কলকাতা। রবিবার তাঁরা খেলতে নামবেন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। শেষ দুই ম্যাচ জিতলেও প্লে অফ অধরাই থেকে যেতে পারে নীতীশ রানাদের।  যদিও প্লে অফে যাওয়ার আশা থাকছে এলএসজি-র। ১১ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ক্রুবালরা রয়েছেন পাঁচ নম্বরে। এখনও তিনটি ম্যাচ হাতে রয়েছে তাদের।  এই তিন ম্যাচ জিততে পারলে প্লে অফে যেতে সমস্যা হওয়ার কথা নয়, গৌতম গম্ভীরের দলের। কলকাতার সঙ্গে ম্যাচে তাই স্পেশাল কিছু অপেক্ষা করছে দর্শকদের জন্য। 

Advertisement

Advertisement