scorecardresearch
 

Madan Mitra VS IFA: IFA ম্যাচ গড়াপেটা করে, বিস্ফোরক অভিযোগ মদনের, কোর্টে যাওয়ারও হুঁশিয়ারি

প্রথমবার কলকাতা লিগে খেলতে নেমেই বিতর্কে জড়াল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের বেলঘড়িয়া স্পোর্টিং ক্লাব। গড়াপেটার অভিযোগ সামনে এনে আদালতে যাওয়ার হুমকি দিলেন মদন। প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে তাঁর দল উঠতে না পারায় ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন কামারহাটির বিধায়ক।

Advertisement
মদন মিত্র ও অনির্বাণ দত্ত মদন মিত্র ও অনির্বাণ দত্ত

প্রথমবার কলকাতা লিগে খেলতে নেমেই বিতর্কে জড়াল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের বেলঘড়িয়া স্পোর্টিং ক্লাব। গড়াপেটার অভিযোগ সামনে এনে আদালতে যাওয়ার হুমকি দিলেন মদন। প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে তাঁর দল উঠতে না পারায় ফেসবুক লাইভে ক্ষোভ উগরে দেন কামারহাটির বিধায়ক।

কী অভিযোগ সামনে আনলেন মদন?
তাঁর অভিযোগ অনেক। প্রথমত, বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের বিরুদ্ধে মেসার্স ক্লাব, কাস্টমস ক্লাবের ফুটবলার খেলিয়েছে। দ্বিতীয়ত, একটি ক্লাব ম্যাচ গড়াপেটা করে দুই ম্যাচে ১৩টি গোল করেছে। তৃতীয়ত, শেষ ম‍্যাচে যে দলের বিরুদ্ধে খেলে বেশি গোল করে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল মদনের ক্লাবের, সেই মহমেডান এসি দল নামায়নি। ওয়াকওভার দিয়ে দেয় তাঁরা। ফলে সবাই মিলে চক্রান্ত করে বেলঘরিয়া অ‍্যাথলেটিক ক্লাবকে প্রিমিয়ারে ওঠার রাস্তা আটকে দিয়েছে। এর বিচার চায়তে গিয়ে আইএফএ-এর কড়া সমালোচনা করলেন মদন মিত্র। 

আদালতে যাওয়ার হুমকি
কামারহাটির বিধায়ক মদন মিত্র ফেসবুক লাইভে বলেন, 'একটা দল ৯ ম‍্যাচে দশ গোল করেছিল। ফলে সেই দলের ১১ ম‍্যাচে গোলের সংখ‍্যা দাঁড়ায় ২৩টি। ও লাভলি। কি নিকৃষ্ট উদাহরণ। আইএফএ-এর একটা অফিস আছে। তৃণমৃল যদি সরকারে না থাকত তাহলে কবে মিলেনিয়াম পার্কের গঙ্গায় ফেলে দিতাম। আমি আইএফএতে যাব। পশ্চিমবঙ্গে যদি কোন মায়ের লাল থাকে, আমার সঙ্গে যেন মোকাবিলা করে। আইএফএ অফিসের সামনে গোল পোষ্ট বেঁধে ২২৬টি গোল দেব। আইএফএ কর্তারা দেখবে। প্রয়োজনে হাইকোর্ট যাব, সুপ্রিম কোর্টে যাব। ফিফায় যাব। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যাব। এর শেষ দেখে ছাড়বো।' পাশাপাশি মদন জানান, 'আমাদের বিরুদ্ধে কেন খেলতে নামল না মহমেডান এসি? কেন তদন্ত হবে না?  ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে আবেদন করব। স্বরূপ, সুজিত বসু,অভিষেক বন্দোপাধ্যায়কেও জানাবো। আমার অন‍্যায়টা কী? কেন তদন্ত কমিশন হল না?'

আরও পড়ুন

Advertisement

কী বলল আইএফএ?
আইএফএ যদিও এই ব্যাপারটাকে একেবারেই গুরুত্ব দিচ্ছে না।  আইএফএ সচিব অনির্বান দত্ত বলেন, 'মদনদার অনেক ক্ষমতা। আমার ক্ষমতা তো অত নয়। তবে যতদিন আইএফএ-এর সচিব পদে রয়েছি ততদিন আমি অ‍্যাসোসিয়েশনকে ভাল রাখার চেষ্টা করে যাব। আমি সমস্ত ক্লাবের পাশেই থাকব। শুধু একটি ক্লাবের কথা কেন ভাবব?' তিনি আরও যোগ করেন,'মদনদার সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। আমি তাঁকে শ্রদ্ধা করি। তিনিও আমাকে স্নেহ করেন। কিন্তু এই সচিবের চেয়ারে বসে ব‍্যক্তিগত সম্পর্ক অগ্রাধিকার পেতে পারে না। সকল ক্লাবের পাশেই আমি আছি,থাকব।'

অভিযোগ শুনে অনির্বান বলেন, 'মেসারার্সের হয়ে খেলা ফুটবলারের বিরুদ্ধে যে অভিযোগ বেলঘরিয়া করছে তা ঠিক নয়। মহমেডান এসির কর্তাদের সঙ্গেও আমার কথা হয়েছে। ওরা জানিয়েছে, দলের অবস্থা খুবই খারাপ। আগের ম‍্যাচ জঘন‍্য খেলে হেরে গিয়েছে। শেষ ম‍্যাচ খেলে লজ্জা বাড়াতে চায় না তাঁরা। আর গড়াপেটা নিয়ে আমরা তদন্ত কমিটি গড়ছি। সবটা খতিয়ে দেখা হবে।'

মদন মিত্রের আদালতে যাওয়ার হুমকি নিয়েও মুখ খুলেছেন আইএফএ সচিব অনির্বান দত্ত। তিনি বলেন,'আমি তাঁর এই বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। যদি কেউ মনে করেন তাঁদের বিরুদ্ধে অন‍্যায় হয়েছে,তাহলে আদালতে যেতেই পারেন। আদালত যে সিদ্ধান্ত নেবে, আইএফএ তা মেনে নেবে। কখনই চ‍্যালেঞ্জ করব না।'

Advertisement